স্পেনের পর দুবাইয়ে দাঁড়িয়েও শিল্পবান্ধব বাংলার ছবি আঁকলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার দুবাইয়ের দ্য রিটজ কার্লটনের বাণিজ্য সম্মেলনে দেওয়া বক্তব্যে মমতা বলেন, ‘নিজের চোখে এসে দেখুন, বাংলায় কতটা শিল্পবান্ধব পরিবেশ রয়েছে।’ এভাবেই মরুরাজ্যে দাঁড়িয়ে আন্তর্জাতিক ব্যবসায়ীমহলের কাছে কলকাতায় বিনিয়োগের আহ্বান জানালেন মুখ্যমন্ত্রী।
আগামী নভেম্বরে কলকাতায় বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনের অংশীদার হওয়ার জন্য দুবাইকে আমন্ত্রণ জানালেন।
কলকাতায় বিদেশি বিনিয়োগ টানতে ১২ দিনের স্পেন, দুবাই সফরে গিয়েছেন মুখ্যমন্ত্রী। শুক্রবার দুবাইয়ের বাণিজ্য সম্মেলনে আরব দুনিয়ার বিনিয়োগ টানতে মুখ্যমন্ত্রী কী বার্তা দেন, সেদিকে নজর ছিল সব মহলের। বিকেলে দুবাইয়ের দ্য রিটজ কার্লটনের সেই বাণিজ্য সম্মেলনে তিনি খোলাখুলিভাবে বাংলার পরিস্থিতির কথা তুলে ধরলেন। কোন কোন দিক থেকে বাংলার উন্নতি ঘটেছে, শুধুমাত্র সদিচ্ছা আর পরিশ্রমের জেরে আগের পরিস্থিতি কতটা আমূল বদলেছে, রাখঢাক না করে সেইসব কর্মযজ্ঞের কথা তুলে ধরলেন মুখ্যমন্ত্রী।
বোঝালেন, কেন বাণিজ্যের আদর্শ স্থান বাংলা। দুবাইয়ের শিল্পবন্ধুদের প্রতি তার বার্তা, ’‘আপনারা একবার বাংলায় এসে নিজের চোখে দেখে যান আমরা কেমন কাজ করছি আর কীভাবে কাজ করছি। আমাদের এখানে সিলিকন ভ্যালির মতো একটা প্রযুক্তি ক্ষেত্রও রয়েছে। আমরা সব ক্ষেত্রে কাজে এগিয়ে চলেছি।’
এদিনের সম্মেলনে বাংলার সঙ্গে অন্যান্য জায়গার যোগাযোগ ব্যবস্থা, কৃষিক্ষেত্র, উৎপাদন শিল্পের উন্নতি বিস্তারিতভাবে তুলে ধরেন মুখ্যমন্ত্রী। তার বক্তব্য, বাণিজ্য বিস্তারের জন্য গভীর সমুদ্র বন্দর, এশিয়ার বৃহত্তম কয়লাখনি তৈরি হচ্ছে বাংলায়। অর্থাৎ রাজ্যকে নানা দিক থেকে উন্নতি করার লক্ষ্য নিয়ে লাগাতার কাজ হয়ে চলেছে, কোনও বিরতি নেই তাতে।
মুখ্যমন্ত্রীর কথায়, ‘বাংলায় প্রতিভার অভাব নেই, উদ্যমের ঘাটতি নেই। রাজ্য সরকারের একাধিক প্রকল্পে অনেকের কর্মসংস্থান হচ্ছে। আন্তর্জাতিক স্তরে তা সমাদৃত। আমাদের ‘কন্যাশ্রী’ প্রকল্পকে পুরস্কৃত করেছে ইউনেসকো। সবদিক থেকে সমৃদ্ধ বাংলা। শুধু আপনারা এখানে আসুন, বুঝতে পারবেন কেন এখানে বিনিয়োগ করা লাভজনক হবে।’
আগামী ২১ ও ২২ নভেম্বর কলকাতায় বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনের আয়োজন করছে রাজ্য সরকার। দুবাইয়ে দাঁড়িয়ে সেই সম্মেলনে যোগদানের জন্য ‘ওপেন ইনভাইটেশন’ দিলেন মুখ্যমন্ত্রী। তিনি চান, দুবাইয়ের শিল্পবন্ধুরা বাণিজ্য সম্মেলনের অংশীদার হোক। বক্তব্য শেষে তার মুখে ‘জয় বাংলা’র পাশাপাশি ‘জয় দুবাই’ স্লোগান।
এর আগে বৃহস্পতিবার দুবাইয়ের বিখ্যাত লুলু গ্রুপের সঙ্গে বৈঠক হয়েছে ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে এই বিষয়ে ইতিবাচক আলোচনা হয়েছে তাদের। এর পাশাপাশি আরও বিভিন্ন ক্ষেত্রে বিনিয়োগের সম্ভাবনাময় দিকগুলো নিয়ে মমতা বন্দ্যোপাধ্য়ায়ের সঙ্গে আলোচনা হয়েছে লুলু গ্রুপ ইন্টারন্যাশনালের এক্সিকিউটিভ ডিরেক্টর আশরফ আলির। এর পাশাপাশি বিশ্ব বাংলার স্টলের বিভিন্ন পণ্যকেও আন্তর্জাতিক আঙিনায় পৌঁছে দেওয়ার বিষয়ে আলোচনা হয়েছে। লুলু গ্রুপের বিভিন্ন আউটলেটগুলোতে এখন থেকে বিশ্ব বাংলার পণ্য রাখা হবে।
এছাড়া আরও বিভিন্ন ক্ষেত্রে বিনিয়োগের সম্ভাবনা নিয়ে আলোচনা হয়েছে দু’পক্ষের। মৎস্য প্রক্রিয়াকরণ, পোলট্রি, দুগ্ধ ও মাংস প্রক্রিয়াকরণ ক্ষেত্রে বাংলায় বিনিয়োগের জন্য ভীষণভাবে আগ্রহ প্রকাশ করেছে লুলু গোষ্ঠী। আগামী নভেম্বরই রাজ্যে বিশ্ব বাংলা বাণিজ্য সম্মেলন রয়েছে। তার আগে দুবাইয়ে লুলু গ্রুপের সঙ্গে বাংলার মুখ্যমন্ত্রীর এ বৈঠক যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে সংশ্লিষ্ট মহল।
মুখ্যমন্ত্রীও এদিনের বৈঠকে লুলু গোষ্ঠীকে বিশ্ব বাংলা বাণিজ্য সম্মেলনে আসার জন্য আমন্ত্রণ জানিয়েছেন। যৌথ উদ্যোগে বাংলায় উন্নয়নের জন্য বিশ্ব বাংলা বাণিজ্য সম্মেলনে আরও বিস্তারিত আলোচনা হবে বলেই আশাবাদী মুখ্যমন্ত্রী।
এর আগে মুখ্যমন্ত্রীর স্পেন সফরকালেও বাংলার বেশ কিছু ক্ষেত্রে লগ্নি নিয়ে আলোচনা হয়েছে। বিশ্বের প্রথম সারির বস্ত্র বিপণী সংস্থা জারা বাংলায় নিজেদের ম্যানুফ্যাকচারিং ইউনিট খোলার বিষয়ে আগ্রহী হয়েছে। এর পাশাপাশি লা লিগা কর্তৃপক্ষও বাংলার ফুটবলের উন্নয়নে সাহায্য করার বিষয়ে আগ্রহী হয়েছে। এবার নিউটাউনে বিশ্বমানের একটি শপিং মল খুলতে চাইছে লুলু গ্রুপ ইন্টারন্যাশনাল। আজই দুবাইয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে এই নিয়ে আলোচনা হয়েছে লুলু গ্রুপ ইন্টারন্যাশনালের এক্সিকিউটিভ ডিরেক্টর আশরফ আলির।