দলের দুঃসময়ে অনেকের খোঁজ থাকে না, সম্মেলন আসলেই উজানের কই মাছ বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবাদুল কাদের।
তিনি বলেছেন, অনেকে আছে পার্টির দুর্দিনে খোঁজখবর পাইনি। সম্মেলন আসলেই উজানের কই মাছ। আবার মৌসুম চলে গেলে বসন্তের কোকিলও চলে যায়। এই রকম যারা আছেন দয়া করে মাফ করে দিবেন।
আজ দুপুরে বাংলাদেশ আওয়ামী লীগের ২২ তম জাতীয় কাউন্সিল উপলক্ষে অভ্যর্থনা উপ কমিটির প্রস্তুতি সভায় তিনি এসব কথা বলেন। ধানমন্ডি আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার কার্যালয়ে এ সভা করা হয়।
ওবায়দুল কাদের বলেন, একই ব্যক্তিই সব কমিটিতে নাম লেখাবে এটা ঠিক না। আমি কিন্তু অন্য কমিটি চেক করি। যারা এখানে বসে আছেন, আরেকটাতে গিয়ে ঢুকবেন, নাম লেখাবেন, সেটা করবেন না। আমাদের লোকের অভাব নেই। আওয়ামী লীগের লোকের অভাব নেই। বসন্তের কোকিল আমাদের দরকার নেই। কাজের লোক দরকার, আমরা কাজের লোক চাই।
এ সময় মহানগর আওয়ামী লীগের এক নেতাকে উদ্দেশ্য করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, তুমি এখানে কেন? কাজ কী? ওই নেতা দলের ভেতরে টিভি ও ফটো — নেতা হিসেবে পরিচিত।
আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শেখ ফজলুল করিম সেলিমের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের আন্তর্জাতিক বিষয়ক উপ-কমিটির চেয়ারম্যান ড. জমির, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, আওয়ামী লীগের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ড. শাম্মী আহমেদ, দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, উপ দপ্তর সম্পাদক সায়েম খান, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক এমপি, ডা. হাবিবে মিল্লাত এমপি, তানভির শাকিল জয় এমপি, ব্যারিস্টার নিজাম উদ্দিন জলিল (জন) এমপি প্রমুখ।