Date: December 22, 2024

দৈনিক বজ্রশক্তি

Header
collapse
...
Home / সারাদেশ / রংপুর / নাটোরে পাঁচটি ককটেল বিস্ফোরণ, বিএনপিকর্মী আটক

নাটোরে পাঁচটি ককটেল বিস্ফোরণ, বিএনপিকর্মী আটক

November 22, 2022 05:41:01 PM   জেলা প্রতিনিধি
নাটোরে পাঁচটি ককটেল বিস্ফোরণ, বিএনপিকর্মী আটক

নাটোর প্রতিনিধি:

নাটোর সদর উপজেলায় পাঁচটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। সোমবার (২১ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার ডাঙ্গাপাড়া বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

পরে পুলিশ ঘটনাস্থল থেকে আরও অবিস্ফোরিত আটটি ককটেল উদ্ধার করেছে। এসময় ওহাব মণ্ডল নামে এক বিএনপিকর্মীকে আটক করা হয়।

নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাছিম আহম্মেদ বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি বলেন, সোমবার রাত ৮টা ৫০ মিনিটের দিকে ৯৯৯ থেকে ফোন করে জানানো হয়, ডাঙ্গাপাড়া এলাকায় বোমা বিস্ফোরিত হয়েছে। এ খবর পাওয়ার পর পুলিশ দ্রুত ওই এলাকায় গিয়ে স্থানীয় রাজ্জাকের নির্মাণাধীন চায়ের দোকান থেকে লাল স্কচটেপে মোড়ানো আটটি বোমা উদ্ধার করে।

ওসি আরও বলেন, এসময় ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে ওহাব মণ্ডল নামে বিএনপির এক কর্মীকে আটক করা হয়। এর আগে পাঁচটি ককটেল বিস্ফোরিত হয়েছে বলে পুলিশকে জানায় স্থানীয়রা।