Date: December 26, 2024

দৈনিক বজ্রশক্তি

Header
collapse
...
Home / রকমারি / পাকা কলা দিয়ে বড়া পিঠা

পাকা কলা দিয়ে বড়া পিঠা

August 17, 2023 09:12:09 AM   ডেস্ক রিপোর্ট
পাকা কলা দিয়ে বড়া পিঠা

ডেস্ক রিপোর্ট:

বাড়িতে কলা আনলে তা দ্রুতই পেকে যায়। অনেক সময় সেসব পাকা কলা ফেলে দিতে হয়, কারণ সেগুলো আর সাধারণভাবে খাওয়ার মতো অবস্থায় থাকে না। এই কলা ফেলে না দিয়ে তৈরি করতে পারেন সুস্বাদু পিঠা। পাকা কলার সঙ্গে কিছু উপকরণ মিশিয়ে তৈরি করতে পারেন সুস্বাদু বড়া পিঠা। চলুন রেসিপি জেনে নেওয়া যাক-

তৈরি করতে যা লাগবে

ময়দা- পরিমাণমতো

ডিম- পরিমাণমতো

দুধ- পরিমাণমতো