পাকিস্তানে বিয়ের আসর থেকে ফেরার সময় এক বাস দুর্ঘটনায় অন্তত ১৫ জন নিহত ও আরও ৬৪ জন আহত হয়েছেন। রোববার রাতে পাঞ্জাব প্রদেশের চাকওয়াল জেলার কল্লর কাহার এলাকার কাছে এ দুর্ঘটনা ঘটে বলে গতকাল সোমবার জিও নিউজ জানিয়েছে। প্রকাশিত খবরে বলা হয়েছে, বিয়ের আসরের যাত্রীদের নিয়ে বাসটি রাজধানী ইসলামাবাদ থেকে লাহোরে ফেরার সময় দুর্ঘটনায় পড়ে। এ সময় বাসটি উল্টে যায়। চাকওয়ালের ডিসি ডন নিউজকে বলেছেন, “গাড়িটি ইসলামাবাদ-লাহোর মহাসড়কের একটি আঁকাবাঁকা অংশে নিয়ন্ত্রণ হারিয়ে অপরদিক থেকে আসা দুটি গাড়িকে সজোরে ধাক্কা দেয়।” পুলিশ কর্মকর্তা ও উদ্ধারকারীরা জানিয়েছেন, ঘটনাস্থলেই ১২ যাত্রীর মৃত্যু হয়, আহতদের হাসপাতালে নেওয়ার পর সেখানে রাতেই আরও একজনের মৃত্যু হয়। প্রাণঘাতী এই দুর্ঘটনায় বাসটির চালকও নিহত হয়েছেন। চাকওয়ালের ডিসি জানিয়েছেন, নারী ও শিশুসহ ৬৪ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে সঙ্কটজনক অবস্থায় থাকা ছয় যাত্রীকে রাওয়ালপিন্ডি নেওয়া হয়েছে। বাকিদের কল্লর কাহারের সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের সর্বোত্তম চিকিৎসা দেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষগুলোকে নির্দেশ দিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। নিহতদের জন্য গভীর শোক প্রকাশ করেছেন তিনি।