Date: December 03, 2024

দৈনিক বজ্রশক্তি

Header
collapse
...
Home / রকমারি / পূর্বসতর্কতা ছানি অপারেশনের

পূর্বসতর্কতা ছানি অপারেশনের

August 19, 2023 08:52:48 AM   স্বাস্থ্য ডেস্ক
পূর্বসতর্কতা ছানি অপারেশনের

স্বাস্থ্য ডেস্ক:

ছানি অপারেশনের পরে সে চোখের দৃষ্টি ফিরে আসবে। এটিই স্বাভাবিক। তবে কোনো কোনো সময় এর ব্যত্যয় ঘটতে দেখা যায়। ছানি অপারেশনে আলোকরশ্মির আপতিত হওয়ার বিষয়টি নিশ্চিত হলেও রেটিনায় অসুস্থতা থাকায় রেটিনা থেকে তড়িৎপ্রবাহ বা সিগনেল মস্তিষ্কে পৌঁছাতে বাধাগ্রস্ত হয়। ফলে অপারেশন সম্পন্ন হলেও দৃষ্টি সমস্যা রয়ে যায়। রেটিনার অসুস্থতার মধ্যে উল্লেখযোগ্য হলো

শারীরিক অসুস্থতাজনিত রেটিনার সমস্যা যাদের ডায়াবেটিস, উচ্চরক্তচাপ, কিডনি সমস্যা ইত্যাদি থাকে তাদের দেহের অন্যান্য অঙ্গের জটিলতার পাশাপাশি চোখের পর্দা বা রেটিনাতেও সমস্যা থাকতে পারে। এটিকে বলা হয় রেটিনোপ্যাথি। এই সমস্যা আগে থেকেই বিদ্যমান থাকলে ছানি অপারেশনের পরও দৃষ্টি সমস্যা কিছুটা থেকে যেতে পারে।

চোখের অসুস্থতা যেমন গ্লোকুমা, মেকুলার ডিজেনারেশন, রেটিনাল ডিটাচমেন্ট, মেকুলার হোল, রক্তনালি ও রক্তক্ষরণজনিত সমস্যা, ইউভিয়াইটিসের জটিলতা ইত্যাদি ছানি অপারেশনের পরও অনেক সময় ভালো না দেখার আশঙ্কা থেকে যায়।