নিজস্ব প্রতিবেদক:
ঢাকা-১৬ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ইলিয়াস উদ্দিন মোল্লার নৌকা প্রতীক ওঠানো হয়েছে ট্রাকে। আওয়ামী লীগের বিজয় শোভাযাত্রা অংশ নিতেই নৌকাকে ট্রাকে তোলা হয়।
আজ মঙ্গলবার (১৯ ডিসেম্বর) দুপুরে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশনের সামনে এমন দৃশ্য দেখা যায়। জানা গেছে, মহান বিজয় দিবস উপলক্ষ্যে বিজয় শোভাযাত্রা করবে আওয়ামী লীগ। ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন থেকে শোভাযাত্রাটি শুরু হয়ে ধানমন্ডি ৩২ নম্বরে গিয়ে শেষ হবে। শোভাযাত্রায় অংশ নিতে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের সামনে জড়ো হচ্ছেন দলের নেতাকর্মীরা।
শোভাযাত্রাটি আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের উদ্বোধন করার কথা রয়েছে। এতে দলের কেন্দ্রীয় নেতারা অংশ নেবেন।
সরেজমিনে দেখা যায়, আজ দুপুর ১২টা থেকেই দলের নেতাকর্মীরা জড়ো হচ্ছেন। প্রথমে মহিলা শ্রমিক লীগের একটি মিছিল ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের আসে। দুপুর ১টার দিকে শোভাযাত্রায় অংশ নিতে বেশ কয়েকটি ট্রাক নিয়ে উপস্থিত হন ঢাকা-১৬ আসনের নৌকার প্রার্থী ইলিয়াস উদ্দিন মোল্লা। প্রতিটি ট্রাকেই নৌকা প্রতীকের ভোট চেয়ে ব্যানার লাগানো রয়েছে।