Date: November 23, 2024

দৈনিক বজ্রশক্তি

Header
collapse
...
Home / রাজনীতি / প্রধানমন্ত্রী ছাড়া শ্রমিকরা অন্য কোনও নেতৃত্ব মেনে নেবে না: শাজাহান খান

প্রধানমন্ত্রী ছাড়া শ্রমিকরা অন্য কোনও নেতৃত্ব মেনে নেবে না: শাজাহান খান

December 03, 2022 01:42:46 AM   স্টাফ রিপোর্টার
প্রধানমন্ত্রী ছাড়া শ্রমিকরা অন্য কোনও নেতৃত্ব মেনে নেবে না: শাজাহান খান

স্টাফ রিপোর্টার: আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান বলেছেন, ‘শেখ হাসিনাকে বিশ্বের একমাত্র শ্রমিকবান্ধব প্রধানমন্ত্রী। তিনি চেয়েছেন বলেই শ্রমিকরা আজ জীবনমান নিয়ে ভালো আছে, সুখে আছে। শ্রমিকরা প্রধানমন্ত্রী ছাড়া অন্য কোনও নেতৃত্ব মেনে নেবে না। এ দেশে স্বাধীনতাবিরোধী নচক্রের সঙ্গে কোও জাতীয় ঐক্য হবে না। শুক্রবার (২ ডিসেম্বর) জাতীয় প্রেস ক্লাবের অডিটরিয়ামে বাংলাদেশ বস্ত্র ও পোশাকশিল্প শ্রমিক লীগের (বিটিজিডব্লিউএল) ১৩তম সম্মেলনে তিনি এসব কথা বলেন।

নির্বাচনের মধ্য দিয়ে সরকার পরিবর্তন হবে উল্লেখ করে শাজাহান খান বলেন, ‘জনগণ যদি শেখ হাসিনাকে ভোট দেয়, তাহলে উনি ক্ষমতায় থাকবেন। জনগণ যদি ভোট না দেয়, তাহলে উনি ক্ষমতা ছেড়ে দেবেন। ২০০১ সালে বিজয় লাভ করতে না পারায় শেখ হাসিনা বিএনপির কাছে ক্ষমতা হস্তান্তর করেছিলেন। কোনও সমস্যা হয়নি। সুতরাং আপনারা (বিএনপি) সন্ত্রাসী কর্মকাণ্ড ছেড়ে নির্বাচনে আসেন।

বিএনপি নেতাকর্মীদের উদ্দেশে আওয়ামী লীগের এই নেতা বলেন, ‘বাংলার মানুষ জীবিত থাকতে বাংলাদেশকে পাকিস্তান বানাতে পারবেন না। আমরা সেটা হতে দেবো না। জীবন দিয়ে যেমন পাকিস্তানের বিরুদ্ধে লড়াই করে দেশ স্বাধীন করেছি, সেই স্বাধীনতাকে আমরা রক্ষা করবো। আমাদের রক্ত যাবে, জীবন যাবে, কিন্তু আমরা কোনও বানরের ভেংচির কাছে মাথা নত করবো না। সেই ভেংচি দিয়ে আমাদের লাভ নেই।

বিটিজিডব্লিউএল সভাপতি জেড এম কামরুল আনামের সভাপতিত্বে সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন মহিলা শ্রমিক লীগের সভাপতি ও সংসদ সদস্য সামছুন্নাহার ভূঁইয়া। এ ছাড়া আরও বক্তব্য দেন বাংলাদেশ সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের সহ-সভাপতি অ্যাডভোকেট মোহাম্মদ হোসেন, স্কপ লিডার চৌধুরী আশিকুল ইসলাম, বিটিজিডব্লিউএলের কার্যকরী সভাপতি কামরুল আলম বেলাল, সাধারণ সম্পাদক সাহাবউদ্দীন চৌধুরী, সহ-সভাপতি লায়ন ইমাম হোসেন প্রমুখ।