ডেস্ক রিপোর্ট:
একই জায়গায় সবসময় সিঁথি করা, চুল উঠে যাওয়া কিংবা সিঁথি করার পর টেনে চুল বাঁধার কারণে বড় ও ফাঁকা হয়ে যেতে পারে সিঁথির অংশ। বড় ও ফাঁকা সিঁথি দেখতে ভালো লাগে না। ক্যাস্টর অয়েল ব্যবহার করে এই সমস্যার সমাধান করতে পারেন। প্রোটিন, ভিটামিন ই, ওমেগা ৬ ফ্যাটি অ্যাসিডের মতো বিভিন্ন পুষ্টিতে সমৃদ্ধ ক্যাস্টর অয়েল।
যেসব উপকার পাবেন ক্যাস্টর অয়েল ব্যবহারে
ক্যাস্টর অয়েলে ওমেগা ৬ ও ওমেগা ৯ ফ্যাটি অ্যাসিড রয়েছে। এই অ্যাসিড চুল ও মাথার ত্বকের আর্দ্রতা বজায় রাখতে সাহায্য করে। এই তেল চুলের যত্নে নিয়মিত ব্যবহার করলে ফাঁকা স্থানে গজাবে নতুন চুল। স্ক্যাল্পে রক্ত সঞ্চালন বাড়িয়ে চুল পড়াকে প্রতিরোধ করতে সাহায্য করে এই তেল। পাশাপাশি চুলের গোড়া মজবুত করে। ক্যাস্টর অয়েলে রয়েছে অ্যান্টিব্যাকটেরিয়াল ও অ্যান্টিফাঙ্গাল উপাদান। খুশকি ও চুলকানির সমস্যা থেকে পরিত্রাণ দিতে পারে আঠালো এই তেল। সুন্দর ও মজবুত চুলের জন্য ভিটামিন ই অপরিহার্য। ক্যাস্টর অয়েল ভিটামিন ই এর চমৎকার উৎস
যেভাবে ব্যবহার করবেন
গোসলের ৪০ মিনিট আগে ক্যাস্টর অয়েল ও অলিভ অয়েলের মিশ্রণ ঘষে ঘষে লাগান চুলের গোড়ায়। এটি চুলের বৃদ্ধিতে সাহায্য করবে। ক্যাস্টর অয়েল নতুন চুল গজাতে সাহায্য করে। ১ টেবিল চামচ ক্যাস্টর অয়েলের সঙ্গে ২ টেবিল চামচ নারকেল তেল, ২ টেবিল চামচ আমন্ড তেল ও ২ টেবিল চামচ তিলের তেল মিশিয়ে নিন। মিশ্রণটি সামান্য গরম করে চুলের গোড়ায় লাগান। ১ ঘণ্টা রাখার পর শ্যাম্পু করে নিন।
আধা কাপ অ্যালোভেরা জেল, ২ চা চামচ ক্যাস্টর অয়েল, ১ চা চামচ পুদিনা পাতা গুঁড়ো ও ২ চা চামচ মেথি গুঁড়ো একসঙ্গে পেস্ট বানিয়ে নিন। চুলের গোড়ায় লাগান এটি। ২-৩ ঘণ্টা রেখে দিন। এরপর কম ক্ষারযুক্ত শ্যাম্পু দিয়ে চুল ধুয়ে নিন। সমপরিমাণ ক্যাস্টর অয়েল ও পেঁয়াজের রস মিশিয়ে চুলে লাগান। ২ ঘণ্টা পর শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন। পেঁয়াজের গন্ধ দূর করতে চাইলে কয়েক ফোঁটা এসেনশিয়াল অয়েল মিশিয়ে নিতে পারেন হেয়ার প্যাকে।
সমপরিমাণ ক্যাস্টর অয়েল ও অলিভ অয়েল গরম করে ২টি ভিটামিন ই ক্যাপসুলের তেল মেশান। আঙুলের সাহায্যে চুলের গোড়ায় ম্যাসাজ করুন। আধা ঘণ্টা অপেক্ষা করে ধুয়ে ফেলুন। সমপরিমাণ ক্যাস্টর অয়েল, সরিষার তেল ও অলিভ অয়েল মিশিয়ে ১ ঘণ্টা চুলে লাগিয়ে রাখুন। ভেষজ শ্যাম্পুর সাহায্যে ধুয়ে ফেলুন।একটি ডিম ফেটিয়ে ক্যাস্টর অয়েল ও নারকেল তেল মেশান। মিশ্রণটি চুলে লাগিয়ে রাখুন ১ ঘণ্টা। ভেষজ শ্যাম্পু দিয়ে চুল ধুয়ে ফেলুন।