Date: December 26, 2024

দৈনিক বজ্রশক্তি

Header
collapse
...
Home / আন্তর্জাতিক / ফিলিপাইনে যাত্রীবাহী ফেরিতে অগ্নিকাণ্ডের ঘটনায় নিহত বেড়ে ৩১

ফিলিপাইনে যাত্রীবাহী ফেরিতে অগ্নিকাণ্ডের ঘটনায় নিহত বেড়ে ৩১

March 31, 2023 11:17:26 AM   আন্তর্জাতিক ডেস্ক
ফিলিপাইনে যাত্রীবাহী ফেরিতে অগ্নিকাণ্ডের ঘটনায় নিহত বেড়ে ৩১

আন্তর্জাতিক ডেস্ক:
ফিলিপাইনে সাগরে যাত্রীবাহী ফেরিতে অগ্নিকাণ্ডের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৩১ জনে দাঁড়িয়েছে। স্থানীয় সময় বৃহস্পতিবার (৩০ মার্চ) স্থানীয় গভর্নর এ তথ্য জানিয়েছেন। এর আগে বুধবার (২৯ মার্চ) সন্ধ্যায় দেশটির দক্ষিণাঞ্চলীয় বাসিলান প্রদেশে এ ঘটনা ঘটে। ফেরিতে ২৫০ জন যাত্রী ছিলেন।

বৃহস্পতিবার (৩০ মার্চ) এপি নিউজ এজেন্সি জানায়, আগুন লাগার পর অনেকেই আতঙ্কিত হয়ে ফেরি থেকে লাফ দিয়েছিলেন। পরে উপকূলরক্ষী, নৌ-বাহিনী, অন্য একটি ফেরি ও স্থানীয় জেলেরা তাদের সমুদ্র থেকে উদ্ধার করেন।

দুর্ঘটনার পরপরই ফিলিপাইনের কোস্ট গার্ড ও স্থানীয় জেলেরা উদ্ধার কাজে নেমে পড়েন। কমপক্ষে ১৯৫ জন যাত্রী ও ৩৫ জন ক্রুকে উদ্ধার করা হয়েছে।

বাসিলান গভর্নর জিম সালিমান বলেন, প্রাথমিকভাবে এমভি লেডি মেরি জয়-৩ নামের ফেরিতে থাকা যাত্রীদের মধ্যে আমরা ১৩ জনের মৃত্যুর তথ্য পেয়েছিলাম। এরপর ১৮ জনের কথা জানলাম। আর এখন তা ৩১ জনে দাঁড়িয়েছে।