Date: November 23, 2024

দৈনিক বজ্রশক্তি

Header
collapse
...
Home / আন্তর্জাতিক / বাইডেনের প্রতিশ্রুতি যুক্তরাষ্ট্রে ইসলামভীতির বিরুদ্ধে লড়াইয়ের

বাইডেনের প্রতিশ্রুতি যুক্তরাষ্ট্রে ইসলামভীতির বিরুদ্ধে লড়াইয়ের

November 02, 2023 08:15:12 AM   আন্তর্জাতিক ডেস্ক
বাইডেনের প্রতিশ্রুতি যুক্তরাষ্ট্রে ইসলামভীতির বিরুদ্ধে লড়াইয়ের

ইসরায়েল ও ফিলিস্তিনের নিয়ন্ত্রণকারী গোষ্ঠী হামাসের মধ্যকার যুদ্ধের জেরে যুক্তরাষ্ট্রে ছড়িয়ে পড়তে থাকা ইসলামভীতির বিরুদ্ধে লড়াইয়ের প্রতিশ্রুতি দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট জো বাইডেন। মার্কিন প্রেসিডেন্টের প্রেস সেক্রেটারি ও মুখপাত্র ক্যাথরিন জেন-পিয়েরে বুধবার এক বিবৃতিতে জানিয়েছেন এ তথ্য।

বিবৃতিতে জেন-পিয়েরে বলেন, ‘প্রেসিডেন্ট জো বাইডেন আমাদের জাতির আত্মাকে বাঁচাতে (২০২০ সালের) নির্বাচনে অংশ নিয়েছিলেন। ওই নির্বাচনের প্রচারাভিযানে তিনি বারবার দ্ব্যর্থহীনভাবে বলেছেন, যুক্তরাষ্ট্রে কারো বিরুদ্ধে ঘৃণার কোনো স্থান নেই। নিজের দীর্ঘ রাজনৈতিক জীবনেও এই নীতি তিনি মেনে চলেছেন তিনি।’

‘বহু বছর ধরে যুক্তরাষ্ট্রে বসবাসকারী মুসলিমরা বিভিন্ন ক্ষেত্রে বৈষম্য-ঘৃণার শিকার হচ্ছেন এবং সম্প্রতি তার মাত্রা আরও বাড়ছে। মধ্যপ্রাচ্যে সাম্প্রতিক যুদ্ধ পরিস্থিতিকে ঘিরে ইসলামভীতি ছড়িয়ে পড়ছে আমাদের দেশে। প্রেসিডেন্ট বলেছেন, যুক্তরাষ্ট্রে বাড়তে থাকা ইসলামভীতি ঠেকাতে একটি একটি কার্যকর রণকৌশল নিয়ে এগোতে হবে আমাদের। আর এজন্য দেশের মুসলিম নেতাদের সহাযোগিতা প্রয়োজন। শিগগিরেই তাদের সঙ্গে বৈঠক করবেন প্রেসিডেন্ট।’

গত চার সপ্তাহেরও বেশি সময় ধরে ইসরায়েল-হামাসের মধ্যে যে যুদ্ধ চলছে, তাকে ওই অঞ্চলের স্মরণকালের সবচেয়ে ভয়াবহ যুদ্ধ বলে উল্লেখ করেছেন মধ্যপ্রাচ্যের প্রায় সব রাজনৈতিক বিশ্লেষক। গত ৭ অক্টোবর ইসরায়েরের উত্তরাঞ্চলীয় সীমান্তে হামাসের অতর্কিত হামলার মধ্যে দিয়ে শুরু হয় এই যুদ্ধের।

যুদ্ধে এ পর্যন্ত নিহত হয়েছেন ১ হাজার ৪ শ’ জনেরও বেশি ইসরায়েলি ও অন্যান্য দেশের নাগরিক। অন্যদিকে ইসরায়েলি বিমান বাহিনীর হামলায় নিহতের সংখ্যা ছাড়িয়েছে ৮ হাজার।

এই যুদ্ধের শুরু থেকেই ইসরায়েলকে সমর্থনের পাশাপাশি সামরিক ও আর্থিক সহায়তাও দিয়ে আসছে যুক্তরাষ্ট্র। এতে অসন্তুষ্ট মার্কিন মুসলিম নেতারা ইতোমধ্যে তাদের ক্ষোভ প্রকাশও করেছেন।

তারপরই এই বিবৃতি দিলো হোয়াইট হাউস।