Date: November 21, 2024

দৈনিক বজ্রশক্তি

Header
collapse
...
Home / রাজনীতি / বিএনপি বিদেশিদের সঙ্গে কথা বললে অপরাধ কী, প্রশ্ন মঈন খানের

বিএনপি বিদেশিদের সঙ্গে কথা বললে অপরাধ কী, প্রশ্ন মঈন খানের

March 05, 2024 10:26:40 AM   ডেস্ক রিপোর্ট
বিএনপি বিদেশিদের সঙ্গে কথা বললে অপরাধ কী, প্রশ্ন মঈন খানের

ডেস্ক রিপোর্ট:
সদ্য কারামুক্ত বিএনপির ক্রীড়া সম্পাদক ও ঢাকা মহানগর উত্তরের সদস্য সচিব আমিনুল হককে দেখতে গিয়েছিলেন দলের স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খান। এ সময় তিনি বলেছেন, বিএনপি বিদেশিদের সঙ্গে কথা বললে অপরাধ কী? মঙ্গলবার (৫ মার্চ) দুপুরে রাজধানীর পল্লবীতে আমিনুল হকের বাসায় যান তিনি। এ সময় আমিনুলের পরিবার মঈন খানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে।

বিএনপির বিদেশিদের কাছে ধরনা দেয়— ক্ষমতাসীন দলের নেতাদের এমন বক্তব্যের প্রসঙ্গে মঈন খান বলেন, সরকার কি বিদেশিদের সঙ্গে কথা বলে না? বিদেশিদের সঙ্গে কথা বলবে না কেন। বাংলাদেশের পররাষ্ট্র নীতিতে বলা হয়েছে— সবার সঙ্গে বন্ধুত্ব, কারো সঙ্গে বৈরিতা নয়। কাজেই আজকে বিএনপি বিদেশিদের সঙ্গে কথা বললে অপরাধ কী, এটাই তো বুঝতে পারছি না।

তিনি বলেন, এই সরকার কিছু সময় বিদেশিদের হুমকি দেয়। আবার পরে তাদের কাছে গিয়ে সাহায্য চায় ।সাবেক এই মন্ত্রী বলেন, সরকারের একজন প্রভাবশালী মন্ত্রী ৭ জানুয়ারির নির্বাচনে সহযোগিতা করার জন্য আমাদের প্রতিবেশী বন্ধু দেশকে ধন্যবাদ দিয়ে কৃতজ্ঞতা স্বীকার করেছেন।

আমিনুল হক বলেন, কারচুপির নির্বাচনের মাধ্যমে তারা সরকার গঠন করেছে। এই সরকার বেশি দিন টিকতে পারবে বলে আমার মনে হয় না। কারণ কারাগার থেকে বেরিয়ে আসা নেতাকর্মীরা এখন আরও বেশি উজ্জীবিত। সরকার পতনের এক দফার আন্দোলন চলতে থাকবে।

উল্লেখ্য, তিন মাস ৬ দিন কারাভোগের পর গত ৯ ফেব্রুয়ারি কাশিমপুর কারাগার থেকে জামিনে মুক্তি পান আমিনুল হক। এ সময় দুই দফায় ১১ দিনের রিমান্ডে ছিলেন তিনি।