স্বাস্থ্য ডেস্ক:
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) আবাসিক হলে অবস্থানরত বরাদ্দবিহীন অবৈধ শিক্ষার্থীদের অবিলম্বে হল ছাড়ার নির্দেশ দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। গত ৩০ জুলাই বিশ্ববিদ্যালয়ের হল প্রভোস্ট অধ্যাপক ডা. এস এম মোস্তফা জামান স্বাক্ষরিত এক নোটিশে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, এতদ্বারা বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় সংশ্লিষ্ট সবাইকে জানানো যাচ্ছে যে, বরাদ্দবিহীন যেসব ছাত্র-ছাত্রী বর্তমানে আবাসিক হলে অবৈধভাবে অবস্থান করছেন, তাদের অবিলম্বে হল ত্যাগ করার নির্দেশ প্রদান করা হলো। আদেশের অনুলিপি সদয় অবগতির জন্য বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার, প্রক্টর ও ভাইস-চ্যান্সেলরের একান্ত সচিবসহ সংশ্লিষ্ট সবাইকে পাঠানো হয়েছে