বাবা-মা ও দুই ভাইকে নৃসংসভাবে হত্যা করায় সৌদি আরবে দুইজনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। সোমবার (২৪ জুলাই) মদিনায় এ দণ্ড কার্যকর করা হয় বলে এক বিবৃতিতে জানিয়েছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
মৃত্যুদণ্ড কার্যকর হওয়া দুজনের একজন হলেন আব্দুলআজিজ বিন ফাহাদ বিন গাজায়াহ আল-হারেথি। অপরজন হলেন তার বোন ওহুদ। তারা দুজন মিলে নিজেদের বাবা-মা ও আপন দুই ভাই আব্দুলরহমান এবং আব্দুল্লাহকে হত্যা করেছিলেন।
সৌদি সংবাদমাধ্যম আল আরাবিয়া জানিয়েছে, এ দুই ভাই-বোন একদিন তাদের মা ও দুই ভাইয়ের রাতের খাবারে ঘুমের ওষুধ মিশিয়ে দেন। কিন্তু ওষুধে মৃত্যু না হওয়ায় পরের দিন সকালে ঘুমের মধ্যে মা ও আব্দুলরহমানকে গুলি করে হত্যা করেন। ওই সময় আব্দুল্লাহ ঘুম থেকে জেগে এক কোণায় বসে ছিল। তখন তাকেও গুলি করে হত্যা করেন তারা।
এমন জঘন্য হত্যাকান্ডের পর মা ও দুই ভাইয়ের মরদেহ নিয়ে তারা একটি পারিবারিক রেস্টহাউজে যান। সেখানে বাবাকে ডেকে এনে তাকেও হত্যা করেন। এরপর একটি ঘরে সবার মরদেহ রেখে সেটিতে ইচ্ছাকৃতভাবে গ্যাস লিক করে আগুন জ্বালিয়ে দেন। মূলত হত্যার প্রমাণ নষ্ট করতে চেয়েছিলেন তারা। তবে তদন্তে হত্যার বিষয়টি ওঠে আসে।
এরপর বিচার-বিশ্লেষণ ও তথ্য প্রমাণাদি পরীক্ষা-নিরীক্ষা করে তাদের মৃতুদণ্ড দেওয়া হয়। যা সোমবার কার্যকর করা হয়েছে।