স্টাফ রিপোর্টার:
আসন্ন দ্বাদশ জাতীয় নির্বাচনে আওয়ামী লীগকে আবারও বিজয়ী করার লক্ষ্যে বাংলাদেশ কৃষক লীগের উদ্যোগে রংপুর বিভাগীয় নির্বাচনী প্রতিনিধি সভা অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনী প্রতিনিধি সভা উদ্বোধন করেন কৃষক লীগের সভাপতি কৃষিবিদ সমীর চন্দ।
আজ (সোমবার) সকালে রংপুর টাউন হল চত্বরে এই বিভাগীয় নির্বাচনী প্রতিনিধি সভা অনুষ্ঠিত হয়। সংগঠনের দপ্তর সম্পাদক রেজাউল করিম রেজার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন— আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য অ্যাডভোকেট হোসনে আরা লুৎফা ডালিয়া। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষক লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট উম্মে কুলসুম স্মৃতি এমপি।
কৃষক লীগের সভাপতি কৃষিবিদ সমীর চন্দ বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার বাংলাদেশের ভাগ্যোন্নয়নের সরকার। দ্বাদশ জাতীয় নির্বাচনে বাংলাদেশের কৃষক সমাজ তথা আপামর জনসাধারণের উন্নয়নে বিএনপি-জামায়াতের আগুন সন্ত্রাসসহ সকল দেশি ও বিদেশি ষড়যন্ত্রকে মোকাবেলা করতে হবে। শেখ হাসিনাকে আবারও বিজয় উপহার দেওয়ার লক্ষ্যে বাংলাদেশ কৃষক লীগের প্রতিটি নেতাকর্মী শেষ পর্যন্ত মাঠে থাকবে এবং বিজয় নিশ্চিত করেই ঘরে ফিরবে।
এডভোকেট হোসনে আরা লুৎফা ডালিয়া বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আজ বিশ্বের দরবারে উন্নয়নের রোল মডেল। বাংলাদেশ কৃষক লীগের এই বিভাগীয় নির্বাচনী প্রতিনিধি সভা থেকে রংপুর বিভাগের এবং সমগ্র বাংলাদেশের কৃষক সমাজের প্রতি আমার আহ্বান থাকবে শেখ হাসিনাকে আসন্ন দ্বাদশ জাতীয় নির্বাচনে বিজয় উপহার দেওয়ার জন্য কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করবার।
কৃষক লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট উম্মে কুলসুম স্মৃতি বলেন, বাংলাদেশ কৃষক লীগের নেতৃত্বে সারা দেশের কৃষাণ-কৃষাণী আজ ঐক্যবদ্ধ। একমাত্র বাংলাদেশ আওয়ামী লীগ সরকার গঠন করলেই কৃষি ও কৃষকের উন্নতির জন্য কাজ করে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশ্বস্ত ভ্যানগার্ড বাংলাদেশ কৃষক লীগের প্রতিটি নেতাকর্মী নৌকা মার্কাকে বিজয়ী করবার জন্য প্রতিজ্ঞাবদ্ধ।
রংপুর জেলা কৃষক লীগের সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক প্রাণকৃষ্ণ গোস্বামী পানুর সভাপতিত্বে সভায় আরও বক্তব্য রাখেন— কৃষক লীগের সহসভাপতি আব্দুল লতিফ তারিন, যুগ্ম সাধারণ সম্পাদক কৃষিবিদ বিশ্বনাথ সরকার বিটু, সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান বিপ্লব, কৃষিবিদ ড. হাবিবুর রহমান মোল্লা, দপ্তর সম্পাদক রেজাউল করিম রেজা, কার্যনির্বাহী সদস্য কৃষিবিদ লুৎফুল বারী আল ওসমানী, খন্দকার জাহাঙ্গীর আলম, আরমানুল হক পার্থ, কেন্দ্রীয় জাতীয় কমিটির সদস্য কে এস কে রাশেদুল সিদ্দিক প্রমুখ। সঞ্চালনা করেন রংপুর মহানগর কৃষক লীগের সাধারণ সম্পাদক তহিদুল ইসলাম তুহিন।
এ সময় রংপুর বিভাগের ৮ জেলার কৃষক লীগের সভাপতি সাধারণ সম্পাদকসহ সকল উপজেলা পৌরসভা ইউনিয়ন এবং ওয়ার্ড পর্যায়ের প্রতিনিধিরা বিপুল উৎসাহ এবং উদ্দীপনার সাথে বিভাগীয় প্রতিনিধি সভায় অংশ নেন।