Date: November 22, 2024

দৈনিক বজ্রশক্তি

Header
collapse
...
Home / আন্তর্জাতিক / মণিপুরে মুখ্যমন্ত্রীর নিরাপত্তাকর্মীদের ওপর হামলা, আহত ১

মণিপুরে মুখ্যমন্ত্রীর নিরাপত্তাকর্মীদের ওপর হামলা, আহত ১

June 10, 2024 09:57:10 AM   আন্তর্জাতিক ডেস্ক
মণিপুরে মুখ্যমন্ত্রীর নিরাপত্তাকর্মীদের ওপর হামলা, আহত ১

আন্তর্জাতিক ডেস্ক:

ভারতের মণিপুরের মুখ্যমন্ত্রী এন বিরেন সিংয়ের নিরাপত্তাকর্মীদের ওপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। সোমবার (১০ জুন) স্থানীয় সময় সকাল সাড়ে ১০টায় রাজ্যের কাংপোকপি জেলায় মুখ্যমন্ত্রীর নিরাপত্তাকর্মীদের একটি কনভয়ে একদল অস্ত্রধারীর হামলায় এক নিরাপত্তারক্ষী আহত হয়েছেন।

টিভি নাইন-এর খবরে বলা হয়েছে, গত কয়েকদিন ধরে নতুন করে অশান্ত হয়েছে মণিপুর। এই অবস্থায় মুখ্যমন্ত্রীর পরিকল্পনা ছিল জিরিবাম জেলায় গিয়ে পরিস্থিতি খতিয়ে দেখা। গত ৬ জুন সেখানে একজনের মাথা কেটে খুনের ঘটনা ঘটেছে। এর পরই জ্বালিয়ে দেওয়া হয় অন্তত সত্তরটি বাড়ি। সব মিলিয়ে উত্তেজনা ক্রমেই বাড়ছে সেখানে। তাই মুখ্যমন্ত্রী বিরেন সিং ওই অঞ্চল পরিদর্শন করতে যাচ্ছিলেন।

মুখ্যমন্ত্রীর সফরের আগেই তার নিরাপত্তার দায়িত্বে থাকা রক্ষীরা আগাম গিয়ে সেখানকার পরিস্থিতি পর্যালোচনা করতে চেয়েছিলেন। সেই অ্যাডভান্স টিমের ওপরেই হামলার ঘটনা ঘটেছে। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, কুকি জঙ্গি গোষ্ঠীই এই হামলার পিছনে রয়েছে।

জাতীয় সড়ক নং ৩৭-এ এই হামলার ঘটনাটি ঘটেছে। নিরাপত্তা দলটি ইম্ফল থেকে জিরিবাম জেলার দিকে যাচ্ছিল। সেই সময় কাংপোকপি জেলার কোটলেনের কাছে টি লাইজাং গ্রামে হামলার শিকার হয় তারা। এতে মুখ্যমন্ত্রীর নিরাপত্তারক্ষী দলের এক কর্মী গুলিবিদ্ধ হয়েছেন।