Date: September 19, 2024

দৈনিক বজ্রশক্তি

Header
collapse
...
Home / আন্তর্জাতিক / মতৈক্য ছাড়াই শেষ হলো জি-২০ সম্মেলন

মতৈক্য ছাড়াই শেষ হলো জি-২০ সম্মেলন

February 26, 2023 04:21:15 PM   আন্তর্জাতিক ডেস্ক
মতৈক্য ছাড়াই শেষ হলো জি-২০ সম্মেলন

আন্তর্জাতিক ডেস্ক:
বিশ্বের শিল্পোন্নত ২০টি দেশের সংগঠন জি-২০’র অর্থমন্ত্রীদের সম্মেলন মতৈক্য ছাড়াই শেষ হয়েছে‌। ভারতের বেঙ্গালুরু শহরে অনুষ্ঠিত এ সম্মেলনের চূড়ান্ত ঘোষণা প্রকাশ করা সম্ভব হয়নি।

সম্মেলনে যোগ দেওয়া দেশগুলো ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযানের নিন্দা জানাতে একমত হতে পারেনি দেশগুলো। চীন ও রাশিয়া যৌথ বিবৃতিতে স্বাক্ষর করতে অস্বীকৃতি জানানোয় সংগঠনের পক্ষ থেকে যৌথ বিবৃতি দেওয়া হয়নি।

জি-টুয়েন্টি জোটের অর্থমন্ত্রীদের দুই দিনব্যাপী সম্মেলন শুরু হয় শুক্রবার, শেষ হয় শনিবার। বর্তমানে ভারত এই জোটের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছে।

সম্মেলনে স্বাগতিক দেশ ভারত ইউক্রেনে রাশিয়ার যুদ্ধের বিষয়টি এই সম্মেলনে তোলার ব্যাপারে অনিহা প্রকাশ করে আসছিল। তবে পশ্চিমা দেশগুলোর প্রতিনিধিরা চাপ সৃষ্টি করেন যে, ইউক্রেন যুদ্ধের বিষয়ে চূড়ান্ত ঘোষণায় রাশিয়ার বিরুদ্ধে নিন্দা না জানানো হলে তারা এতে সই করবেন না। কিন্তু এর বিরোধিতা করেন রাশিয়া ও চীনের প্রতিনিধিরা। এ বিরোধিতার মুখে শেষ পর্যন্ত সংগঠনের পক্ষ থেকে যৌথ বিবৃতি দেওয়া হয়নি।

এর আগে, গত নভেম্বর মাসে ইন্দোনেশিয়ার বালিতে জি-টুয়েন্টি শীর্ষ সম্মেলনেও একই রকম মতভেদ দেখা দেয় এবং শেষ পর্যন্ত ইন্দোনেশিয়া নিজেই একটি চূড়ান্ত ঘোষণা প্রকাশ করে।