সাধারণ কাগজ আর টাকার মধ্যে আকাশ-পাতাল পার্থক্য। তবে সেকথা উইপোকার তো জানা নেই, তাই তার ফলাফলও হয়েছে হয়েছে মারাত্মক।
মেয়ের বিয়ের জন্য তিল তিল করে জমানো ১৮ লাখ রুপি ব্যাংকের লকারে রেখেছিলেন ভারতের বৃহত্তম রাজ্য উত্তরপ্রদেশের মোরাদাবাদ জেলার বাসিন্দা অলকা পাঠক; সেই টাকা খেয়ে নিয়েছে উইপোকার দল। এ ঘটনায় মাথায় হাত পড়েছে এবং ব্যাংক কর্তৃপক্ষের। কী করে ঘটল এমন ঘটনা?
গত বছর অক্টোবরে নগদ ১৮ লাখ টাকা এবং গয়না ব্যাঙ্কের লকারে রেখেছিলেন অলকা।। ছোট মেয়ের বিয়ের জন্য ওই টাকা জমিয়েছিলেন তিনি।
মোরাদাবাদে ছোটো একটি ব্যবসা চালান অলকা, পাশপাশি গৃহশিক্ষকতা করেন। মেয়ের বিয়ের জন্য উপার্জিত অর্থ থেকে ধীরে ধীরে কয়েক বছরে এই অর্থ জমিয়েছিলেন তিনি।
অলকার দাবি, তিনি জানতেন না যে লকারে টাকা রাখা যায় না। এ কারণে এত বড় সর্বনাশের কথা ভাবতে পারেননি তিনি। সম্প্রতি কেওয়াইসির জন্য ব্যাংক কর্তৃপক্ষ ডেকে পাঠায় তাকে। সোমবার ব্যাংকে এসে সেই কাজ সেরে লকারে রাখা সম্পদ ঠিক আছে কি না দেখতে গিয়েই মাথায় হাত পড়ে তার।
লকার খুলে অলকা দেখেন, টাকা নেই, ভেতরে কিলবিল করছে উইপোকা। কী ঘটেছে— তা আর বুঝতে বাকি থাকে না তার। দ্রুত ঘটনার কথা ব্যাঙ্ক কর্তৃপক্ষকে জানান তিনি। ব্যাঙ্ক ম্যানেজার জানিয়েছেন, উচ্চ কর্তৃপক্ষকে জানানো হয়েছে, তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। তদন্ত রিপোর্টের ভিত্তিতেই পরবর্তী পদক্ষেপ করা হবে।