Date: October 22, 2024

দৈনিক বজ্রশক্তি

Header
collapse
...
Home / সারাদেশ / খুলনা / যশোরে বিজিবির অভিযানে ৯ কেজি স্বর্ণ উদ্ধার

যশোরে বিজিবির অভিযানে ৯ কেজি স্বর্ণ উদ্ধার

February 15, 2023 10:11:53 PM   জেলা প্রতিনিধি
যশোরে বিজিবির অভিযানে ৯ কেজি স্বর্ণ উদ্ধার

যশোর সংবাদদাতা:
যশোরে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যদের চোরাচালান বিরোধী অভিযানে প্রায় ৯ কোটি টাকা মূল্যের স্বর্ণ উদ্ধার করা হয়েছে। এ সময় বিজিবির ধাওয়ায় দুর্ঘটনায় পড়ে চোরাকারবারীদের প্রাইভেট কারটিও ক্ষতিগ্রস্ত হয়।
গতকাল বুধবার সকালে শহরতলীর রাজারহাটে যশোর-৪৯ ও খুলনা-২১ বিজিবি এ যৌথ অভিযান পরিচালনা করে। এ বিষয়ে রাতে এক সংবাদ সম্মেলনে বিষয়গুলো নিশ্চিত করে বিজিবি। সংবাদ সম্মেলনে যশোর ৪৯ বিজিবির অধিনায়ক লেফট্যানেন্ট কর্নেল শাহেদ মিনহাজ ছিদ্দিকী বলেন, গোপন তথ্যের ভিত্তিতে বিজিবি জানতে পারে স্বর্ণের একটি চালান ভারতে পাচারের উদ্দেশ্যে একটি সাদা রঙের প্রাইভেটকার ঢাকা থেকে যশোরের অভিমুখে আসছে। এই খবর পেয়ে যশোর ৪৯ বিজিবি এবং খুলনা ২১ বিজিবির সমন্বয়ে যৌথ অভিযান পরিচালনা করা হয়। খুলনা বিজিবির ধাওয়া খেয়ে প্রাইভেটকারটি যশোর রাজারহাট এলাকায় এলে ৪৯ বিজিবি সদস্যরা গাড়িটি গতিরোধের নির্দেশ দেয়। এ সময় গাড়িটি একটি দেয়ালে ধাক্কা দিয়ে থেমে যায়। এরপর চালক ও স্বর্ণ পাচারকারীর দল পালিয়ে যায়। পরে গাড়িটি তল্লাশি করে ৮ কেজি ৯৭৪ গ্রাম ওজনের ৬০টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। যার হাজার মূল্য ৮ কোটি ৯৭ লাখ ৪০ হাজার টাকা। জব্দকৃত স্বর্ণ ট্রেজারিতে ও প্রাইভেটকারটি যশোর কোতোয়ালি থানায় সোপর্দ করা হবে।
তিনি আরও জানান, খুলনা সেক্টরের অধীনস্থ এই দুটি ব্যাটালিয়ন চোলাচালান রোধকল্পে সর্বদা তৎপর রয়েছে এবং স্বর্ণ চোলাচালান শূন্যের কোটায় নামিয়ে আনতে সার্বক্ষণিক প্রচেষ্টা অব্যাহত রেখেছে। যার ফলে যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) এক বছরে ৯৩ কেজি ৩৪৭ গ্রাম স্বর্ণ আটক করতে সক্ষম হয়েছে। যার মূল্য ৮০ কোটি ৬৭ লাখ ৯৪ হাজার ২০০ টাকা। একইভাবে ২১ বিজিবিও গত ১ বছরে ৭০ কেজি পরিমাণ স্বর্ণ বিভিন্ন অপারেশনে জব্দ করতে সক্ষম হয়। খুলনা সেক্টরের এই দুটি ব্যাটালিয়ন মিলে সর্বমোট ১৬৩ কেজি স্বর্ণ উদ্ধার করেছে।
অন্যদিকে ভারতে পাচারকালে যশোরের শার্শার অগ্রভুলাট সীমান্ত থেকে আটটি সোনার বার উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা। এ সময় কোনো চোরাকারবারিকে আটক করতে না পারলেও এই কাজে ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করেছে বিজিবি। গতকাল বুধবার সকালে খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়নের নেতৃত্বে একটি টহল দল সোনার বারগুলো উদ্ধার করেন। এ সময় পালিয়ে যান মোটরসাইকেল আরোহী। বিজিবি জানায়, ভারতে সোনার বার পাচার হবে এমন গোপন সংবাদে শার্শা উপজেলার পাঁচভুলাট ও অগ্রভুলাট বিওপির মধ্যবর্তী নয়কোনা বটতলার মোড় নামক স্থানে বিজিবি সদস্যরা অবস্থান নেন। কিছুক্ষণ পর বিজিবি টহল দল এক ব্যক্তিকে মোটরসাইকেলযোগে আসতে দেখে তাকে থামতে বলেন। ওই ব্যক্তি মোটরসাইকেলটি না থামিয়ে জোরে চালিয়ে পালাবার চেষ্টা করলে বিজিবি লাঠি দিয়ে আঘাত করলে তিনি মোটরসাইকেলসহ ছিটকে পড়ে যান। এ সময় তার সঙ্গে থাকা স্কচটেপে মোড়ানো একটি প্যাকেট ফেলে দৌড়ে পালিয়ে যায়। পরে প্যাকেটটি তল্লাশি করে ৯৩২ গ্রাম ওজনের আটটি সোনার বারসহ রেখে যাওয়া একটি মোটরসাইকেল জব্দ করা হয়। উদ্ধার সোনার দাম ৭৩ লাখ ৭২ হাজার ১২০ টাকা ও মোটরসাইকেলের মূল্য দেড় লাখ টাকা। খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল তানভীর রহমান জানান, ২০২২ সাল থেকে খুলনা ব্যাটালিয়নের দায়িত্বাধীন সীমান্ত এলাকা থেকে ২৩ আসামিসহ মোট ৭৬ কেজি ৫৯ গ্রাম সোনা আটক করা হয়েছে। যার বাজার মূল্য ৫৮ কোটি ৭৫ লাখ ৮৫ হাজার ৮০০ টাকা। চোরাচালান রোধে খুলনা ব্যাটালিয়ন (২১ বিজিবি) সর্বদা তৎপর রয়েছে।