আন্তর্জাতিক ডেস্ক:
ডনাল্ড ট্রাম্প বলেছেন, আবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হলে চীন তাকে উস্কানোর সাহস করবে না। কারণ, তিনি যে একজন ক্ষ্যাপাটে লোক, তা চীনের প্রেসিডেন্ট শি জিনপিং জানেন।
ওয়াল স্ট্রিট জার্নালের সম্পাদকীয় বোর্ডের বক্তব্যে ট্রাম্প এমন কথা বলেন। একইসঙ্গে ট্রাম্প জানান, প্রেসিডেন্ট নির্বাচিত হলে চীন যদি তাইওয়ানকে অবরোধ করতে চায়, তাহলে তিনি বেইজিংয়ের ওপর শুল্ক আরোপ করবেন।
চীনের প্রেসিডেন্ট শি’র উদ্দেশ্যে ট্রাম্প বলেন, "আমি বলব, আপনি যদি তাইওয়ানে যান (আগ্রাসন চালান), তাহলে আমি আপনাদের পণ্য ও সেবার ওপর ১৫০ শতাংশ থেকে ২০০ শতাংশ করারোপ করব।”
যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট এবং আসন্ন নির্বাচনে রিপাবলিকান প্রার্থী ট্রাম্প যুক্তি দিয়ে বলেছেন, তিনি আবার প্রেসিডেন্ট নির্বাচিত হলে আমেরিকার প্রতিপক্ষরা যুক্তরাষ্ট্রের স্বার্থের বিরুদ্ধে কিছু করতে পারবে না। কারণ, তারা জানে এমন করলে তাদেরকে কঠিন এবং অভাবনীয় জবাব পাওয়ার ভয়ে ভয়ে থাকতে হবে।
ওয়াল স্ট্রিট জার্নালের সম্পাদকীয় বোর্ডকে ট্রাম্প বলেছেন, “তাইওয়ান অবরোধ ঠেকাতে আমাকে সামরিক শক্তি ব্যবহার করতে হবে না। কারণ, চীনের প্রেসিডেন্ট শি আমাকে সম্মান করেন এবং তিনি জানেন, আমি একজন ক্ষ্যাপাটে মানুষ।”
প্রেসিডেন্ট শি জিনপিং সম্পর্কে ট্রাম্প বলেন, “তার সঙ্গে আমার খুব দৃঢ় সম্পর্ক ছিল। তিনি আসলেই একজন ভাল মানুষ, আমি অবশ্য তাকে বন্ধু বলতে চাই না, বোকামি করতে চাই না, তবে তার সঙ্গে আমার দুর্দান্ত সম্পর্ক ছিল।” শি বেশ কঠিন মানুষ বলেও জানান ট্রাম্প।