
মো. তুহিন, শ্রীপুর প্রতিনিধি:
প্রকৃতির নিয়মেই শীত আসে। আর শীত আসলেই চোখে পড়ে ছিন্নমূল, অসহায় মানুষদের হাড়কাঁপানো কষ্ট। দেশব্যাপী এমন অসহায় দুঃস্থ ও ছিন্নমূল মানুষের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ শুরু করেছে বেসরকারি স্বেচ্ছাসেবী সংগঠন গুলো তারি ধারাবাহিকতা।
গাজীপুরের শ্রীপুরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকী এবং বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনায় দোয়া চেয়ে সুবিধাবঞ্চিত মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
বুধবার বেলা ১১টায় শ্রীপুর উপজেলার, গাজীপুর ইউনিয়নের, নয়নপুর জৈনা বাজার সহ আশপাশে আমিনুল ইসলাম সরকারের উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়।
সুবিধা বঞ্চিত মানুষ, পথশিশু, ও ছিন্নমূল মানুষের মাঝে শ্বেত বস্ত্র বিতরণ করা হয়,
শ্রীপুর উপজেলা ছাত্রদলের সদস্য সচিব বলেন, মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য, আমরা বিত্তবান যারা আছি, আমাদের প্রত্যেকের উচিত সমর্থ্য থেকে মানুষের পাশে দাঁড়ানোর। অসহায় মানুষের মাঝে কম্বল বিতরণ করেছি, এবং আমাদের বি এন পির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনায় দোয়া চেয়েছি। শতাধিক সুবিধাবঞ্চিত পরিবারের সদস্যদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়।