স্বাস্থ্য ডেস্ক:
নিজেদের ব্যস্ততার সময় অনেক বাবা-মা শিশুদের ভুলিয়ে রাখতে বা তাদেরকে যেন বিরক্ত না করে সেজন্য মোবাইল ফোন দিয়ে রাখেন। আপাতদৃষ্টিতে এটা কোনো সমস্যা মনে না হলেও, নতুন একটি গবেষণায় বলা হয়েছে যে এটি শিশুদের বিকাশকে প্রভাবিত করতে পারে।
সোমবার জামা (JAMA) পেডিয়াট্রিকস জার্নালে প্রকাশিত একটি গবেষণায় বলা হয়েছে, এক বছর বয়সী শিশুদের দৈনিক ১ থেকে ৩ ঘণ্টার 'স্ক্রিন টাইম' থাকলে, দুই বছর বয়সে পা রাখতে রাখতে ফাইন মোটর স্কিল (শিশুদের হাত-কবজির ছোট ছোট পেশীর নড়াচড়ার মাধ্যমে কাজ), যোগাযোগ, সমস্যা-সমাধান, ব্যক্তিগত ও সামাজিক দক্ষতার ক্ষেত্রে তাদের বিকাশ দেরিতে হওয়ার ঝুঁকি বেশি। ৭০৯৭ জন শিশুর ওপর এ গবেষণাটি পরিচালিত হয়েছে। ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের পেডিয়াট্রিকস বিভাগের সহযোগী অধ্যাপক ড. জেসন নাগাতা বলেন, "এই গবেষণাটা খুবই গুরুত্বপূর্ণ কারণ এখানে বড় পরিসরে নমুনা নেওয়া হয়েছে এবং এই শিশুদের কয়েক বছর ধরে পর্যবেক্ষণে রাখা হয়েছে।" তবে নাগাতা নিজে গবেষণার সঙ্গে যুক্ত ছিলেন না।