Date: November 22, 2024

দৈনিক বজ্রশক্তি

Header
collapse
...
Home / শিক্ষাঙ্গন / স্কুলে অনুপস্থিত শিক্ষকদের তালিকা প্রতিদিন জানাতে হবে

স্কুলে অনুপস্থিত শিক্ষকদের তালিকা প্রতিদিন জানাতে হবে

July 24, 2023 09:58:23 AM   ডেস্ক রিপোর্ট
স্কুলে অনুপস্থিত শিক্ষকদের তালিকা প্রতিদিন জানাতে হবে

ডেস্ক রিপোর্ট:
জাতীয়করণের দাবিতে আন্দোলনরত শিক্ষকদের ব্যাপারে আরও কঠোর হলো শিক্ষা মন্ত্রণালয়। অনুপস্থিত শিক্ষকদের ব্যাপারে এখন থেকে প্রতিদিন জানাতে হবে।

জুন  মাসে অনুপস্থিত ৩৪ শিক্ষককে শোকজ দেওয়ার পর এবার ছুটির অনুমোদন ছাড়া যে শিক্ষকরা স্কুলে অনুপস্থিত থাকবেন তাদের তালিকা প্রতিদিন জানাতে নির্দেশ দিয়েছে মাউশি।

রোববার মাউশি থেকে এ বিষয়ে মৌখিক নির্দেশনা দেওয়া হয়েছে। এ সংক্রান্ত ইস্যু করা চিঠিতে সই করেছেন মাউশির ভারপ্রাপ্ত উপপরিচালক এ. এস. এম আব্দুল খালেক।

মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণের দাবিতে গত ১১ জুলাই থেকে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে টানা অবস্থান কর্মসূচি পালন করছেন শিক্ষকরা। এ আন্দোলন চলার মধ্যেই রোববার এই নির্দেশনা দেওয়া হলো।

শিক্ষক নেতারা বলছেন, এটা আন্দোলন ঠেকাতে সরকারের কৌশল। রাজধানীতে টানা অবস্থান কর্মসূচি পালনকারী শিক্ষকদের বিষয়ে অনেকটা হঠাৎ করেই হার্ড লাইনে গেছে শিক্ষা মন্ত্রণালয়। রোববার স্কুল খুললেও ক্লাসে ফিরে যাবেন না বলে জানিয়েছেন আন্দোলনকারীরা। তারা প্রধানমন্ত্রীর সাক্ষাৎ চান।

আজ আরেক চিঠিতে ছুটির অনুমোদন ছাড়াই স্কুলে অনুপস্থিত থাকায় দেশের বিভিন্ন অঞ্চলের‌ ৩৪ জন শিক্ষককে শোকজ করেছে মাউশি। শোকজের চিঠিতে বলা হয়, জুন মাসে দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ডিজিটাল মনিটরিং সিস্টেমের আওতায় মাধ্যমিকের মাঠ পর্যায়ের কর্মকর্তারা পূর্ব ঘোষণা ছাড়াই বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান পরিদর্শন করেন। পরিদর্শনকালে ৩৪ জন শিক্ষককে বিদ্যালয়ে উপস্থিত থাকতে দেখা যায়নি। আগামী পাঁচ কর্মদিবসের মধ্যে উপস্থিত না থাকার সুস্পষ্ট কারণ মাউশিতে পাঠাতে হবে।