ডেস্ক রিপোর্ট:
সামাজিক ও অর্থনৈতিক সংস্কারের অংশ হিসেবে হাটি হাটি পায়ে এগিয়ে চলছে সৌদির ফ্যাশন জগৎ। জুলাইয়ে প্যারিসের ‘ওত্ কুতুর ফ্যাশন উইক’ প্রদর্শনীতে অংশ নেন সৌদি আরবের ডিজাইনার মোহাম্মদ আশি। সেপ্টেম্বরে বহুল প্রতীক্ষিত ইতালির মিলান ফ্যাশন উইকে দেশটির প্রায় ১০০টি ফ্যাশন ব্র্যান্ড ‘হোয়াইট মিলানো’ ইভেন্টে অংশ নেবে।
সম্প্রতি সৌদি আরবে ফ্যাশন ডিজাইনারদের এই উত্থান মূলত সরকারি পৃষ্ঠপোষকতায়। ফ্যাশন দুনিয়ায় পরিচিতি বাড়াতে ২০২০ সালে দেশটির সংস্কৃতি মন্ত্রণালয় ফ্যাশন কমিশন গঠন করে। এদিকে তেলনির্ভর অর্থনীতি থেকে সরে আসছে সৌদি আরব। অর্থনৈতিক ক্ষেত্রে সংস্কারের জন্য ২০১৬ সালে যুবরাজ মোহাম্মদ বিন সালমান ভিশন-২০৩০ ঘোষণা করেন। এ লক্ষ্য অর্জনে বিশ্বমঞ্চে ফ্যাশন বড় ভূমিকা রাখতে পারে।
ফ্যাশন কমিশনের তথ্য অনুসারে, ফ্যাশন সৌদি অর্থনীতির অন্যতম মূল চালিকা শক্তি। ২০২৫ সালে দেশটিতে ফ্যাশন পণ্যের চাহিদা ৪৮ শতাংশ বেড়ে ৪২ বিলিয়ন ডলারে দাঁড়াবে। বিলাসবহুল পণ্যে এর পরিমাণ হবে ১৯ শতাংশ। স্থানীয় ও আন্তর্জাতিক ডিজাইনাররা যাতে দেশের ফ্যাশন খাতে এগিয়ে আসেন, এ জন্য বেশ কিছু পদক্ষেপও নিচ্ছে সৌদি আরবের ফ্যাশন কমিশন।