Date: November 23, 2024

দৈনিক বজ্রশক্তি

Header
collapse
...
Home / আন্তর্জাতিক / স্পেনের ক্যানারি দ্বীপপুঞ্জে ৫০০ জনেরও বেশি অভিবাসী উদ্ধারি

স্পেনের ক্যানারি দ্বীপপুঞ্জে ৫০০ জনেরও বেশি অভিবাসী উদ্ধারি

November 04, 2023 02:30:40 PM   আন্তর্জাতিক ডেস্ক
স্পেনের ক্যানারি দ্বীপপুঞ্জে ৫০০ জনেরও বেশি অভিবাসী উদ্ধারি

স্পেনের ক্যানারি দ্বীপপুঞ্জের কাছে আটলান্টিক মহাসাগরে ৫০০ জনেরও বেশি অভিবাসীকে উদ্ধার করেছে স্প্যানিশ কোস্টকার্ড। শনিবার এই অভিবাসীদের উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে স্পেনের আইনশৃঙ্খলা বাহিনী।

চলতি বছরের এখন পর্যন্ত স্পেনের এই দ্বীপপুঞ্জে অভিবাসীদের সংখ্যা ২০০৬ সালের রেকর্ডের পর সর্বকালের সর্বোচ্চে পৌঁছানোর কাছাকাছি রয়েছে। স্প্যানিশ কোস্টগার্ড বলছে, ক্যানারি দ্বীপপুঞ্জের সবচেয়ে ছোট এবং সবচেয়ে পশ্চিম দিকে এল হিয়েরো দ্বীপের পানিতে চারটি নৌকা থেকে পাঁচ শতাধিক অভিবাসীকে উদ্ধার করা হয়েছে। নৌকায় দুটি মৃতদেহও খুঁজে পাওয়া গেছে।

উদ্ধার অভিযান পরিচালনা করা স্প্যানিশ সিভিল গার্ড বলছে, পরবর্তীতে হাসপাতালে নেওয়ার পর আরও দুজন মারা গেছেন। উদ্ধারকৃতদের মধ্যে অনেক নারী ও শিশু রয়েছে।

গত সেপ্টেম্বর থেকে মৃদু আবহাওয়া এবং সমুদ্র শান্ত থাকায় আফ্রিকা থেকে বিপজ্জনক সমুদ্র পাড়ি দেওয়ার চেষ্টায় মরিয়া হয়ে উঠছেন অভিবাসীরা। গত কয়েক মাসের মধ্যে সম্প্রতি স্প্যানিশ এই দ্বীপপুঞ্জে অভিবাসীদের সংখ্যা ব্যাপক বৃদ্ধি পেয়েছে।

স্পেনের স্বরাষ্ট্র মন্ত্রণালয়, চলতি বছরের প্রথম ১০ মাসে মোট ৩০ হাজার ৭০৫ জন নথিবিহীন অভিবাসী ক্যানারি দ্বীপপুঞ্জে পৌঁছেছেন; যা ২০২২ সালের একই সময়ের তুলনায় ১১১ শতাংশ বেশি। এই পরিসংখ্যান ২০০৬ সালে ক্যানারি দ্বীপপুঞ্জে পৌঁছানো ৩১ হাজার ৬৭৮ অভিবাসীর পুরো বছরের রেকর্ডের প্রায় সমান। ওই বছর ইউরোপের অন্যান্য রুট বন্ধ থাকায় ক্যানারি দ্বীপপুঞ্জে অভিবাসীদের ঢল শুরু হয়েছিল।

গত বছর সমুদ্রপথে স্পেনে পাড়ি জমানো ৪৩ হাজার ২৯০ নথিবিহীন অভিবাসীর বেশিরভাগই ক্যানারি দ্বীপপুঞ্জ হয়ে দেশটিতে প্রবেশ করেছিলেন। আফ্রিকার পশ্চিম উপকূল থেকে প্রায় ১০০ কিলোমিটার (৬০ মাইল) দূরে এই দ্বীপপুঞ্জের অবস্থান। এর সাতটি দ্বীপ সেনেগাল এবং আফ্রিকার অন্য সাতটি দেশ থেকে আসা অভিবাসীদের জন্য প্রধান গন্তব্য হয়ে উঠেছে; যারা সংঘাত থেকে বাঁচতে কিংবা উন্নত জীবনের আশায় স্পেনে পৌঁছানোর চেষ্টা করছেন।

স্প্যানিশ সরকার বলেছে, তারা সামরিক ব্যারাক, হোটেল এবং হোস্টেলে প্রায় ৩ হাজার অভিবাসীর জন্য জরুরি ভিত্তিতে অতিরিক্ত আবাসনের ব্যবস্থা করবে।