Date: November 01, 2024

দৈনিক বজ্রশক্তি

Header
collapse
...
Home / আন্তর্জাতিক / স্পেনের ভ্যালেন্সিয়ায় একদিনে বছরের সমপরিমাণ বৃষ্টি, বন্যায় মৃত্যু বেড়ে ৯৫

স্পেনের ভ্যালেন্সিয়ায় একদিনে বছরের সমপরিমাণ বৃষ্টি, বন্যায় মৃত্যু বেড়ে ৯৫

October 31, 2024 05:52:37 AM   আন্তর্জাতিক ডেস্ক
স্পেনের ভ্যালেন্সিয়ায় একদিনে বছরের সমপরিমাণ বৃষ্টি, বন্যায় মৃত্যু বেড়ে ৯৫

আন্তর্জাতিক ডেস্ক:
স্পেন কয়েক দশকের মধ্যে সবচেয়ে মারাত্মক বন্যার কবলে পড়েছে, এতে অন্তত ৯৫ জনের মৃত্যু হয়েছে আর আরও বহু মানুষ নিখোঁজ রয়েছেন।
স্থানীয় কর্তৃপক্ষ বুধবার বলেছে, পূর্বাঞ্চলের ভ্যালেন্সিয়া প্রদেশে প্রবল বৃষ্টির কারণে সৃষ্ট আকস্মিক বন্যায় ভবন ও সেতু ভেসে গেছে।
আবহাওয়াবিদরা বলছেন, মঙ্গলবার ভ্যালেন্সিয়ার কিছু অংশে আট ঘণ্টায় এক বছরের সমপরিমাণ বৃষ্টি হয়েছে।
রয়টার্স জানায়, এতে মহাসড়কগুলোতে এলোমেলো গাড়ির স্তূপ জমে যায়। স্পেনের কমলা উৎপাদনের প্রধান অঞ্চলটির খামারগুলো ডুবে যায়। বিশ্বের নেতৃস্থানীয় লেবুজাতীয় ফল রপ্তানিকারক স্পেনের দুই তৃতীয়াংশ কমলা উৎপাদন অঞ্চলটি ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়।
সবচেয়ে ক্ষতিগ্রস্ত অঞ্চলের বাসিন্দারা বর্ণনা করেছেন কীভাবে লোকজন তাদের গাড়ির ছাদের ওপর উঠে রাস্তা দিয়ে বয়ে যাওয়া কর্দমাক্ত বাদামি জলের ঘূর্ণিস্রোত থেকে বাঁচার চেষ্টা করছিল। এই হড়কা বানের তোড়ে গাছপালা উপড়ে পড়ে আর বহু ভবনের বিভিন্ন অংশ ভেঙে পানির সঙ্গে ভেসে যায়।
ভ্যালেন্সিয়া শহরের একটি পেট্রল পাম্পে আটকা পড়া ডেনিশ ল্যাভাতি বলেন, “যেন একটি নদী নেমে এসেছিল। দরজাগুলো ভেঙে পানির সঙ্গে ভেসে যায়। চারদিকে ২ মিটার গভীর পানির মধ্যে এক কোনায় সারারাত থাকতে বাধ্য হই আমি।”
স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ এ পরিস্থিতিতে তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছেন। চরম পরিস্থিতি অব্যাহত থাকায় কিছু উদ্ধার প্রচেষ্টা সীমিত করতে বাধ্য হয়েছেন তিনি; জানিয়েছে বিবিসি।
ভ্যালেন্সিয়ায় অন্তত ৯২ জনের মৃত্যু রেকর্ড করা হয়েছে। ভ্যালেন্সিয়ার পশ্চিমে কাস্তিয়া লা মাঞ্চা অঞ্চলে আরও দুইজন এবং মালাগায় আরও একজনের মৃত্যু হয়েছে।
দেশটির সরকার জানিয়েছে, এখনও ‘বহু মানুষ নিখোঁজ থাকায়’ মৃত্যুর সংখ্যা বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে।
স্পেনের প্রতিরক্ষামন্ত্রী মার্গারিতা রোবলেস কাদেনা সের রেডিওকে বলেছেন, সামরিক বাহিনীর উদ্ধার অভিযানের জন্য বিশেষায়িত একটি ইউনিট বৃহস্পতিবার থেকে সবচেয়ে ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে কাদা ও আবর্জনার মধ্যে চিরুনি অভিযান শুরু করবে।
মৃত্যুর সংখ্যা আরও বাড়বে কি না, এমন প্রশ্নে তিনি বলেন, “দুর্ভাগ্যজনকভাবে আমরা আশাবাদী হতে পারছি না।”
সামরিক বাহিনীর ওই ইউনিটটি তাদের সঙ্গে ৫০টি মোবাইল মর্গ নিয়ে যাবে।
প্রধানমন্ত্রী সানচেজ যেসব অবকাঠামো ধ্বংস হয়ে গেছে সেগুলো পুনর্র্নিমাণ করার প্রত্যয় জানিয়েছেন।
তুরিস, চিবা আর বুনলসহ ভ্যালেন্সিয়ার কিছু অংশে মঙ্গলবার আট ঘণ্টায় ৪০০ মিলিমিটারেরও বেশি বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এ কারণে দেশটির অবহাওয়া সংস্থা আইমেত মঙ্গলবার ওই এলাকাগুলোতে রের্ড অ্যালার্ট জারি করে। বুধবার বৃষ্টি কমে আসার পর সতর্কতার মাত্রা কমিয়ে অ্যাম্বার অ্যালার্ট জারি করা হয়।
ভ্যালেন্সিয়ার পাশাপাশি স্পেনের দক্ষিণাঞ্চলীয় আন্দালুশিয়ায়ও প্রবল বৃষ্টির কারণে বন্যা দেখা দিয়েছে।