Date: November 23, 2024

দৈনিক বজ্রশক্তি

Header
collapse
...
Home / আন্তর্জাতিক / সুপারমার্কেটে ফ্রিজ খুলতে গিয়ে ৪ বছরের শিশুর করুণ মৃত্যু

সুপারমার্কেটে ফ্রিজ খুলতে গিয়ে ৪ বছরের শিশুর করুণ মৃত্যু

October 03, 2023 09:03:11 AM   আন্তর্জাতিক ডেস্ক
সুপারমার্কেটে ফ্রিজ খুলতে গিয়ে ৪ বছরের শিশুর করুণ মৃত্যু

বাবার সঙ্গে সুপারমার্কেটে গিয়েছিল চার বছরের এক মেয়ে শিশু। বাবা যখন প্রয়োজনীয় জিনিসপত্র কেনাকাটায় ব্যস্ত, তখন জুস নেবে বলে সেখানকার একটি ফ্রিজ খুলতে যায় মেয়েটি। জুস নিতে পারেনি সে, পারেনি ফ্রিজের দরজা খুলতেও।

বরং সুপারমার্কেটের ফ্রিজে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যুর কোলে ঢলে পড়ে ওই শিশু। ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য তেলেঙ্গনার নিজামাবাদ জেলায় মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে বলে সোমবার (২ অক্টোবর) রাতে পৃথক প্রতিবেদনে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম টাইমস নাউ এবং এনডিটিভি।

এদিকে সুপারমার্কেটের ভেতরে থাকা সিসিটিভি ক্যামেরায় ধরা পড়েছে এই হৃদয় বিদারক ঘটনা। সেখানে জুসের জন্য সুপারমার্কেটের ফ্রিজ খোলার চেষ্টার সময় ওই শিশুটিকে মৃত্যুর কোলে ঢলে পড়তে দেখা যায়।

এনডিটিভি বলছে, সোমবার তেলেঙ্গানার নিজামাবাদ জেলার একটি সুপারমার্কেটে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে চার বছর বয়সী এক মেয়ে শিশু প্রাণ হারিয়েছে বলে পুলিশ জানিয়েছে। ছোট্ট ওই মেয়েটি তার বাবার সাথে সুপার মার্কেটে গিয়েছিল।


তারা জানিয়েছেন, সুপারমার্কেটের ভেতরে অবস্থানের সময় জুস নেওয়ার জন্য মেয়েটি একটি ফ্রিজের দিকে এগিয়ে যায় এবং সেটির দরজা খুলতে চেষ্টা করার সময় সে বিদ্যুৎস্পৃষ্ট হয়। পরে সে মৃত্যুর কোলে ঢলে পড়ে।

একজন পুলিশ কর্মকর্তা জানিয়েছেন, ঘটনার সময় শিশু মেয়েটির বাবা তার পাশেই ছিলেন। পরে তাকে উদ্ধার করে তাৎক্ষণিকভাবে কাছের একটি হাসপাতালে নিয়ে যান। যদিও সেখানে ওই মেয়েকে মৃত ঘোষণা করা হয়।

এনডিটিভি বলছে, ঘটনার একটি কথিত ভিডিও সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে পড়েছে এবং স্থানীয় কিছু টিভি চ্যানেলও সেটি সম্প্রচার করে। ওই ভিডিওতে শিশুটিকে একটি রেফ্রিজারেটরের দিকে যেতে এবং দরজা খোলার চেষ্টা করতে দেখা যাচ্ছে।


সেই ভিডিও ফুটেজে দেখা গেছে, শিশুকন্যাটি তার বাবার পাশেই দাঁড়িয়ে আছে। তার বাবা পাশের একটি রেফ্রিজারেটরে কিছু জিনিসপত্র খুঁজতে ব্যস্ত ছিলেন। সেই সময় ছোট্ট মেয়েটিকে তার ডান পাশের রেফ্রিজারেটরটি খোলার চেষ্টা করতে দেখা যায়। প্রথমে সে ফ্রিজের দরজাটা খুলতে পারেনি। কিন্তু একপর্যায়ে কয়েক সেকেন্ডের মধ্যে সে বিদ্যুৎস্পৃষ্ট হয়।

এদিকে শিশুটি যে বিদ্যুৎস্পৃষ্ট হয়েছে, সেই বিষয়টি প্রথমে তার বাবা বুঝতেই পারেননি। পাশের ফ্রিজটি থেকে প্রয়োজনীয় জিনিসপত্র বের করার পর, তার নজর যায় মেয়ের দিকে। শিশুটিকে ওই অবস্থায় ফ্রিজের সঙ্গে আটকে থাকতে দেখে তিনি দ্রুত মেয়েকে কোলে তুলে নেন।

তারপর ছুটে বেরিয়ে যান সুপারমার্কেটের বাইরে। এদিকে এই ঘটনার প্রেক্ষিতে প্রশ্নের মুখে পড়েছে সুপারমার্কেট কর্তৃপক্ষ। সুপারমার্কেটের নিরাপত্তা ব্যবস্থা নিয়েও তদন্ত শুরু হয়েছে।

কর্মকর্তা বলেছেন, প্রাথমিক তদন্তের ভিত্তিতে মনে হচ্ছে রেফ্রিজারেটরে বৈদ্যুতিক সমস্যা ছিল এবং মেয়েটি ফ্রিজের দরজা স্পর্শ করার মুহূর্তেই সে বিদ্যুতায়িত হয় এবং মারা যায়।

এ ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে বলে জানান ওই কর্মকর্তা। এর আগে এ ঘটনার প্রতিবাদে সুপার মার্কেটের কাছে বিক্ষোভও করেন মানুষ।