Date: February 02, 2025

দৈনিক বজ্রশক্তি

Header
collapse
...
Home / সারাদেশ / বরিশাল / সাবেক স্ত্রীর বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ নেছারাবাদের আবুল বাশারের!

সাবেক স্ত্রীর বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ নেছারাবাদের আবুল বাশারের!

February 02, 2025 07:24:37 AM   বজ্রশক্তি ডেস্ক
সাবেক স্ত্রীর বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ নেছারাবাদের আবুল বাশারের!

অনলাইন ডেস্ক:
পিরোজপুর জেলার নেছারাবাদের আবুল বাশার তার সাবেক স্ত্রী আছিয়া বেগমের বিরুদ্ধে মামলা, হুমকি ও শারীরিক-মানসিক নির্যাতনের অভিযোগ করেছেন। তিনি দাবি করেন, আছিয়া তার বিরুদ্ধে নারী নির্যাতন, ধর্ষণ ও যৌতুকের ‘মিথ্যা’ মামলা করেছেন।

আবুল বাশার উপজেলার পানাউল্লাহপুর গ্রামের মৃত আব্দুল জলিলের ছেলে। আছিয়া বেগম সংগীতকাঠি গ্রামের মৃত আব্দুল সোবহানের মেয়ে এবং ৪নং আটঘর কুড়িয়ানা ইউনিয়নের সংরক্ষিত মহিলা ইউপি সদস্য ও আওয়ামী লীগের নেত্রী।

বাশারের অভিযোগ, ২০২১ সালের ১০ ফেব্রুয়ারি আছিয়া তাকে জোর করে বিয়ে করেন। পরে তার আগের স্বামীর সঙ্গে বসবাস করলেও একপর্যায়ে পুলিশি সহায়তায় তাকে বাড়ি থেকে বের করে বাশারের কাছে ফিরে আসেন। ৩০ মে ২০২২ বাশার তাকে ডিভোর্স দিলেও ২ জুন পুলিশি চাপে আবারও বিয়ে করতে বাধ্য হন।

২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর, ২১ সেপ্টেম্বর বাশার পুনরায় আছিয়াকে ডিভোর্স দেন। এরপর থেকে মামলা ও হয়রানি অব্যাহত রয়েছে বলে অভিযোগ তার।

১২ নভেম্বর ২০২৪, ঢাকা ম্যাজিস্ট্রেট আদালতে নারী নির্যাতন ও যৌতুকের মামলা হয়, ৮ জানুয়ারি ২০২৫ নতুন মামলা দায়ের করা হয়। মতিঝিল ও পল্টন থানায় আরও মামলা রয়েছে।

অভিযুক্ত আছিয়া বেগমের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ১০ লাখ টাকা দিলে সব মামলা তুলে নেবেন।

বিষয়টি নিয়ে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন আবুল বাশার।