Date: November 23, 2024

দৈনিক বজ্রশক্তি

Header
collapse
...
Home / আন্তর্জাতিক / সরাসরি বলল যুক্তরাষ্ট্র, হামাস-ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি চাই না

সরাসরি বলল যুক্তরাষ্ট্র, হামাস-ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি চাই না

October 27, 2023 12:49:04 PM   আন্তর্জাতিক ডেস্ক
সরাসরি বলল যুক্তরাষ্ট্র, হামাস-ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি চাই না

ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস ও ইসরায়েলের চলমান যুদ্ধে— এ মুহূর্তে ‘যুক্তরাষ্ট্র কোনো যুদ্ধবিরতি চায় না’ বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ম্যাথু মিলার।  

শুক্রবার (২৭ অক্টোবর) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসিকে দেওয়া এক সাক্ষাতকারে মিলার বলেছেন, এখন যদি যুদ্ধবিরতির ঘোষণা দেওয়া হয়, তাহলে হামাস ‘বিশ্রাম নেবে, পুনর্গঠিত হবে এবং আবারও ইসরায়েলে হামলা চালাবে।’ যেটিকে যুক্তরাষ্ট্র সমর্থন করে না।

তিনি আরও বলেছেন, ‘গত ৭ অক্টোবর ইসরায়েলে প্রথমবার হামলা চালানোর পর; হামাস প্রতিদিন রকেট ছুড়েছে, আজও রকেট ছুড়েছে, গতকালও ছুড়েছে। তারা নিরীহ ইসরায়েলিদের লক্ষ্য করছে।

‘হামাসের হামলা অব্যাহত রাখতে সহায়ক হবে এমন যে কোনো ধরনের যুদ্ধবিরতির বিরোধীতা করব আমরা।’ যোগ করেন মিলার।

যুদ্ধবিরতির বদলে যুক্তরাষ্ট্র গাজায় ত্রাণ প্রবেশে ‘মানবতামূলক বিরতির’ বিষয়টিকে সমর্থন জানাবেন বলে জানিয়েছেন মিলার।

তিনি বলেছেন, ‘আমি বলব এবং আমরা সমর্থন করি এবং মনে করি যুদ্ধে জড়িত পক্ষগুলো একটি মানবিক বিরতির বিষয়ে ভাবতে পারে। যার মাধ্যমে গাজায় মানবিক সহায়তা পাঠানো  যাবে। এ কারণে গাজার দক্ষিণ দিকে আমরা রাফাহ ক্রসিং খোলার ক্ষেত্রে অনেক কাজ করেছি।’

বিবিসির পক্ষ থেকে মিলারকে বলা হয়— হামাস দাবি করেছে, ইসরায়েলের বিমান হামলায় গাজায় অন্তত ৫০ জিম্মি নিহত হয়েছেন। এই দাবির ব্যাপারে তিনি কিছু জানেন কিনা।

এমন প্রশ্নের জবাবে মিলার বলেছেন, ‘আমরা জিম্মিদের ব্যাপারে সরাসরি কোনো কিছু জানি না।’ তবে কাতারের সহায়তায় দুই আমেরিকান মুক্তি পেয়েছেন বলে জানিয়েছেন তিনি।