Date: November 21, 2024

দৈনিক বজ্রশক্তি

Header
collapse
...
Home / সারাদেশ / ঢাকা / সহকর্মীর ধর্ষণ মামলায় সাংবাদিকের জামিন

সহকর্মীর ধর্ষণ মামলায় সাংবাদিকের জামিন

February 24, 2023 11:22:48 AM   স্টাফ রিপোর্টার
সহকর্মীর ধর্ষণ মামলায় সাংবাদিকের জামিন

স্টাফ রিপোর্টার:
সহকর্মীকে ধর্ষণ করার অভিযোগের মামলায় জামিন পেয়েছেন এহসান জুয়েল নামে এক সাংবাদিক। তাকে ছয় সপ্তাহের আগাম জামিন দিয়ে বিচারিক আদালতে আত্মসমর্পণের জন্য বলেছেন হাইকোর্ট। হাইকোর্টের বিচারপতি শেখ মো. জাকির হোসেন ও বিচারপতি এ কে এম জহিরুল হকের সমন্বয়ে গঠিত বেঞ্চ ২০ ফেব্রুয়ারি এই আদেশ দেন।
গতকাল সাংবাদিকদের কাছে বিষয়টি নিশ্চিত করেন সংশ্লিষ্ট কোর্টের সহকারী অ্যাটর্নি জেনারেল শোয়েব মির্জা মোহাম্মদ মুহিত। এর আগে ১৩ ফেব্রুয়ারি রাজধানীর ওয়ারী থানায় মামলা করেন ওই নারী। এতে আসামি করা হয় এখন টিভির প্রধান প্রতিবেদক এহসান জুয়েলকে। মামলার এজাহারে বলা হয়, এহসান জুয়েলের সঙ্গে আমার আনুমানিক ২০২২ সালের ফেব্রুয়ারি মাসে এখন টেলিভিশনে চাকরি করার মাধ্যমে পরিচয় হয়। এরপর গড়ে ওঠে প্রেমের সম্পর্ক। সেই সুবাদে এহসান জুয়েল ওয়ারী থানাধীন জয়কালী মন্দির এলাকায় আমার ভাড়াবাসায় যান। সেখানে বিয়ের প্রলোভন দেখিয়ে আমার সঙ্গে শারীরিক সম্পর্ক করেন। একই সঙ্গে মোবাইলে অপ্রীতিকর ভিডিও ও স্থিরচিত্র ধারণ করেন।
এজাহারে আরও বলা হয়, এরপর থেকে এহসান জুয়েল প্রায়ই আমার বাসায় গিয়ে বিয়ের প্রলোভন দেখিয়ে শারীরিক সম্পর্ক করতেন। তিনি শুধু আমাকে বলতেন ‘সামনের মাসে আমরা বিয়ে করবো।’ কিন্তু গত বছরের ২ ডিসেম্বর সকাল ৮টায় ফোন করলে এহসান জুয়েল উত্তেজিত হয়ে আমাকে গালিগালাজ করেন। মোবাইলে ধারণ করা ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করে দেওয়ার হুমকি দেন।