সাতক্ষীরার শ্যামনগরে মুন্ডা পরিবারের ওপর হামলার ঘটনায় আওয়ামী লীগ নেতার স্ত্রীকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (৪ ডিসেম্বর) রাতে শ্যামনগরের উত্তর কদমতলা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার করা ওই নারীর নাম বেবী পারভীন। তিনি স্থানীয় মুন্সিগঞ্জ ইউনিয়নের ১ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুর রশিদ গাজীর স্ত্রী।
জানা যায়, মুন্ডাদের প্রায় ১৬ শতাংশ জমির দখল নিয়ে শনিবার রাতে আব্দুর রশিদের পরিবারের সদস্যরা অসিত কুমার মুন্ডার বাড়িতে হামলা করে। এসময় বেবীর হামলায় আহত হন মুন্ডা নারীরা। হামলার শিকার ওই মুন্ডা পরিবারের ৬ সদস্য আহত হলে তাদের শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
জমি জবর দখলে বাঁধার মুখে হামলার শিকার হওয়ার অভিযোগে আব্দুর রশিদ, তার স্ত্রী বেবী এবং দুই ছেলে রাজা ও খলিফাসহ ৫ জনের বিরুদ্ধে অসিত কুমার মুন্ডা শ্যামনগর থানায় মামলা দায়ের করেন।
শ্যামনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নুরুল ইসলাম বাদল জানান, শ্যামনগর উপজেলার উত্তর কদমতলা গ্রামের নিজ বাড়ি থেকে বেবী পারভীনকে গ্রেপ্তার করা হয়।
ওসি মো. নুরুল ইসলাম বাদল আরও জানান, মুন্ডা পরিবারের উপর হামলার ঘটনায় দায়েরকৃত মামলার ৪ নং আসামি এক নারীকে গ্রেপ্তার করা হয়েছে। অন্যদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। গ্রেপ্তার হওয়া আসামিকে আদালতে পাঠানো হয়েছে।