Date: October 30, 2024

দৈনিক বজ্রশক্তি

Header
collapse
...
Home / আন্তর্জাতিক / হাসিনা-বাইডেনসহ ৩ দিনে ১৫টি দ্বিপাক্ষিক বৈঠক করবেন মোদি

হাসিনা-বাইডেনসহ ৩ দিনে ১৫টি দ্বিপাক্ষিক বৈঠক করবেন মোদি

September 08, 2023 08:45:50 AM   আন্তর্জাতিক ডেস্ক
হাসিনা-বাইডেনসহ ৩ দিনে ১৫টি দ্বিপাক্ষিক বৈঠক করবেন মোদি

বিশ্বের অন্যতম বৃহৎ আন্তর্জাতিক গোষ্ঠী গ্রুপ অব টোয়েন্টি বা জি-২০ শীর্ষ সম্মেলন শুরু হতে যাচ্ছে ভারতে। দেশটিতে মূলত ৪০ বছর পর এতবড় একটি আন্তর্জাতিক সম্মেলন হতে চলেছে। আর এই সময়ই তিন দিনে ১৫টি দ্বিপাক্ষিক বৈঠক করবেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

দ্বিপাক্ষিক বৈঠকের এই তালিকায় মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এবং ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁও রয়েছেন। শুক্রবার (৮ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

এছাড়া বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গেও দ্বিপাক্ষিক বৈঠক করবেন মোদি। শুক্রবার সন্ধ্যায় নয়া দিল্লিতে এই বৈঠকে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

আগামী ৯ এবং ১০ সেপ্টেম্বর ভারতের রাজধানী দিল্লিতে জি-২০ সদস্য দেশগুলোর এই শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হবে। সম্মেলনে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন থেকে শুরু করে সদস্য, পর্যবেক্ষক ও আমন্ত্রিত দেশের শীর্ষনেতারা উপস্থিত হবেন।

এদিকে জি-২০ শীর্ষ সম্মেলনে অংশ নিতে ৮ সেপ্টেম্বর বিকেলে নয়াদিল্লিতে পৌঁছাবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সম্মেলনে অংশ নিতে আমন্ত্রণ পাওয়া ‘অতিথি দেশগুলো’র মধ্যে রয়েছে বাংলাদেশ।

এনডিটিভি বলছে, জি-২০ সম্মেলনের সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ১৫ টি দ্বিপাক্ষিক বৈঠক করবেন বলে সূত্র জানিয়েছে। এর মধ্যে শুক্রবার মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে প্রধানমন্ত্রী মোদি তার সরকারি বাসভবনে দ্বিপাক্ষিক বৈঠক করবেন। এছাড়া মরিশাসের নেতার সঙ্গেও বৈঠক করবেন তিনি।

শনিবার জি-২০ ইভেন্টে যোগ দেওয়ার পাশাপাশি যুক্তরাজ্য, জাপান, জার্মানি ও ইতালির নেতাদের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন নরেন্দ্র মোদি।

এদিকে শীর্ষ সম্মেলনের আগে জি-২০ সম্মেলনের ভেন্যু এবং প্রতিনিধিদের থাকার হোটেলের এলাকায় যানবাহন চলাচল সীমিত করার জন্য দিল্লিতে কঠোর ট্র্যাফিক নিষেধাজ্ঞা জারি করা হয়েছে বলে জানিয়েছে এনডিটিভি।