Date: December 19, 2024

দৈনিক বজ্রশক্তি

Header
collapse
...
Home / সারাদেশ / ১০০ রাউন্ড গুলি ও স্নাইপার বাইনোকুলারসহ আটক ৫

১০০ রাউন্ড গুলি ও স্নাইপার বাইনোকুলারসহ আটক ৫

December 19, 2024 12:43:31 PM   নিজস্ব প্রতিনিধি
১০০ রাউন্ড গুলি ও স্নাইপার বাইনোকুলারসহ আটক ৫

মাগুরায় যৌথ বাহিনীর অভিযানে ১০০ রাউন্ড গুলি, একটি স্নাইপার বাইনোকুলারসহ পাঁচজনকে আটক করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে পাঁচটি স্মার্টফোন ও একটি বাটন ফোন জব্দ করা হয়।

বুধবার (১৮ ডিসেম্বর) যৌথ বাহিনী রাতভর অভিযান চালিয়ে জেলা শহরের পারনান্দুয়ালী এলাকা থেকে তাদের আটক করে। পরে তাদেরকে সদর থানা পুলিশে হস্তান্তর করা হয়।

আটককৃত ব্যক্তিরা হলেন—মো. মাহফুজ (২১), মো. শাকিল (২০), মো. জারিফ (২২), মো. তাবিন (২০) ও মো. বাবুল (২১)। তারা সবাই মাগুরার পারনান্দুয়ালী এলাকার বাসিন্দা।


মাগুরার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মিরাজুল ইসলাম বলেন, বুধবার রাতে মাগুরা পৌরসভার পারনান্দুয়ালী এলাকায় সেনাবাহিনী, র‍্যাব ও পুলিশের যৌথ অভিযান পরিচালিত হয়। এ সময় ১০০ রাউন্ড গুলি, একটি স্নাইপার বাইনোকুলার উদ্ধারের পর সন্দেহভাজন পাঁচজনকে আটক করা হয়। পরে আটককৃতদের মাগুরা সদর থানায় হস্তান্তর করা হয়।

আটককৃত ব্যক্তিদের বিরুদ্ধে মাগুরা সদর থানা অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে।