Date: November 23, 2024

দৈনিক বজ্রশক্তি

Header
collapse
...
Home / আন্তর্জাতিক / ২০ মিনিটে ৫ হাজার রকেট ছুড়ল হামাস, ‘যুদ্ধ চলছে’ বললেন নেতানিয়াহু

২০ মিনিটে ৫ হাজার রকেট ছুড়ল হামাস, ‘যুদ্ধ চলছে’ বললেন নেতানিয়াহু

October 07, 2023 12:22:14 PM   আন্তর্জাতিক ডেস্ক
২০ মিনিটে ৫ হাজার রকেট ছুড়ল হামাস, ‘যুদ্ধ চলছে’ বললেন নেতানিয়াহু

আল আকসা মসজিদে হামলা এবং অবৈধ বসতি স্থাপনের জবাব দিতে ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ শুরু করেছে ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস। তারা জানিয়েছে, শনিবার (৭ অক্টোবর) প্রথম হামলায় ইসরায়েলের বিভিন্ন অবকাঠামো লক্ষ্য করে মাত্র ২০ মিনিটের ব্যবধানে ৫ হাজার রকেট ছোড়া হয়েছে।

হামাসের এ অভিযান শুরুর পর অবরুদ্ধ গাজা উপত্যকা লক্ষ্য করে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। এছাড়া গাজার সীমান্তে যে লোহার বেড়া রয়েছে সেখানে হামাসের যোদ্ধাদের সঙ্গে সম্মুখ লড়াই চলছে ইসরায়েলি সেনাদের।

এদিকে হামাসের এই বিশাল অভিযান শুরুর পর ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু বলেছেন, এখন ইসরায়েলে যুদ্ধ চলছে।

শনিবার ইসরায়েলিদের উদ্দেশ্যে একটি ভাষণ দিয়েছেন তিনি। এতে নেতানিয়াহু বলেন, ‘আমরা এখন যুদ্ধের মধ্যে আছি, কোনো অভিযান নয়, কোনো উস্কানি নয়, যুদ্ধ।’

‘আজ সকালে ইসরায়েল ও ইসরায়েলিদের বিরুদ্ধে মারাত্মক ও আকস্মিক হামলা চালিয়েছে হামাস। আমরা সকাল থেকে এ ধরনের পরিস্থিতিতে আছি।’

‘আমি নিরাপত্তা ব্যবস্থার সব প্রধানের সঙ্গে বৈঠক করেছি। প্রথমত যারা ইসরায়েলে অনুপ্রবেশ করেছে তাদের নির্মূলের নির্দেশ দিয়েছি— এ অপারেশন এ মুহূর্তে চলছে।’
তিনি আরও বলেন, ‘এ মুহূর্তে, আমি রিজার্ভ সেনাদের জড়ো করা এবং শক্তিশালী প্রতিশোধমূলক জবাব দেওয়ার নির্দেশ দিয়েছি, যা শত্রুরা কখনো কল্পনা করেনি।’

‘শত্রুরা এমন মূল্য দেবে যা তারা ভাবতেও পারেনি। সঙ্গে, আমি সাধারণ মানুষকে সেনাবাহিনীর নির্দেশনা কঠোরভাবে মেনে চলার আহ্বান জানাচ্ছি। আমরা এখন যুদ্ধে আছি এবং আমরা এ যুদ্ধে জয়ী হব।’