Date: April 27, 2024

দৈনিক বজ্রশক্তি

Header
collapse
...
Home / রাজনীতি / ২৫ মার্চ গণহত্যা দিবস উপলক্ষ্যে আওয়ামী লীগের আলোচনা সভা শুরু

২৫ মার্চ গণহত্যা দিবস উপলক্ষ্যে আওয়ামী লীগের আলোচনা সভা শুরু

March 25, 2024 10:15:07 AM   ডেস্ক রিপোর্ট
২৫ মার্চ গণহত্যা দিবস উপলক্ষ্যে আওয়ামী লীগের আলোচনা সভা শুরু

ডেস্ক রিপোর্ট:

২৫ মার্চ গণহত্যা দিবস উপলক্ষ্যে আওয়ামী লীগের আলোচনা সভা শুরু হয়েছে। আলোচনা সভাটির আয়োজন করেছে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগ।সোমবার (২৫ মার্চ) দুপুর ২টায় রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এ আলোচনা সভা শুরু হয়।

আলোচনা সভায় বক্তারা বলেন, বঙ্গবন্ধু ৭ মার্চ বাংলাদেশের মানুষজনকে আহ্বান জানিয়েছিলেন— যার যা আছে তাই নিয়ে যুদ্ধের জন্য প্রস্তুত থাকার জন্য। কিন্তু ২৫ মার্চ কালরাতে পাকিস্তানি হানাদার বাহিনী নিরস্ত্র পুরো জাতির ওপর ঝাঁপিয়ে পড়েছিল। সেদিন বঙ্গবন্ধু স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন। সে ঘোষণায় বাংলার আপামর জনগণ যুদ্ধে নেমেছিল কোনো অস্ত্র ছাড়াই। সেই রাতের নির্মম গণহত্যার নিন্দা পুরো বিশ্ব জানিয়েছিল।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

আলোচনা সভায় ইতোমধ্যে যোগ দিয়েছেন আওয়ামী লীগের মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক মৃণাল কান্তি দাস। এ আলোচনা সভায় সভাপতিত্ব করছেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবু আহমেদ মন্নাফী। সঞ্চালনা করছেন সাধারণ সম্পাদক মো. হুমায়ুন কবির।