Date: November 21, 2024

দৈনিক বজ্রশক্তি

Header
collapse
...
Home / সারাদেশ / ঢাকা / ৯ কিলোমিটার অবৈধ গ্যাসলাইন বিচ্ছিন্ন

৯ কিলোমিটার অবৈধ গ্যাসলাইন বিচ্ছিন্ন

February 09, 2023 09:55:23 PM   উপজেলা প্রতিনিধি
৯ কিলোমিটার অবৈধ গ্যাসলাইন বিচ্ছিন্ন

মুন্সিগঞ্জ সংবাদদাতা:
মুন্সিগঞ্জের গজারিয়ায় ৯ কিলোমিটার দীর্ঘ অবৈধ গ্যাসলাইন বিতরণ বিচ্ছিন্ন করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ। লাইনটির মাধ্যমে প্রায় ৬০০ অবৈধ সংযোগ চালু ছিল বলে তিতাসের পক্ষ থেকে জানানো হয়েছে।
গতকাল সকাল ১০টা থেকে উপজেলার ভিটিকান্দি, আলীপুরা, পৈক্ষারপাড় গ্রামে এ অভিযান শুরু হয়। বিকেল ৫টা পর্যন্ত একটানা এ অভিযান চলে বলে জানিয়েছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ। অভিযানে গজারিয়ার সহকারী কমিশনার (ভূমি) জি এম রাশেদুল ইসলাম নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে উপস্থিত ছিলেন। তিতাস গ্যাসের সোনারগাঁ আঞ্চলিক বিপণন বিভাগের উপ-মহাব্যবস্থাপক প্রকৌশলী সরুজ আলম বলেন, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের গজারিয়া অংশের ভিটিকান্দি বাসস্ট্যান্ড এলাকায় মহাসড়কের উভয় পাশের দুটি অবৈধ গ্যাস বিতরণ লাইন বিচ্ছিন্ন করেছি। ভিটিকান্দি বাসস্ট্যান্ড থেকে আলীপুরা হয়ে পৈক্ষার পর্যন্ত আট কিলোমিটার একটি অবৈধ গ্যাস বিতরণ লাইন বিচ্ছিন্ন করা হয়। এর মাধ্যমে ৫০০ অবৈধ সংযোগ চালু ছিল।
অন্যদিকে, মহাসড়কের অপরপাশে ভিটিকান্দি গ্রামের এক কিলোমিটার দীর্ঘ একটি লাইন বিচ্ছিন্ন করা হয়েছে। এর মাধ্যমে শতাধিক অবৈধ সংযোগ চালু ছিল। অভিযানে তিতাস গ্যাসের সোনারগাঁ আঞ্চলিক বিপণন বিভাগের উপ-মহাব্যবস্থাপক প্রকৌশলী সরুজ আলম, মেঘনা আঞ্চলিক বিপণন অফিসের ব্যবস্থাপক প্রকৌশলী প্রকৌশলী মনিরুজ্জামান উপস্থিত ছিলেন।