Date: January 05, 2025

দৈনিক বজ্রশক্তি

Header
collapse
...
Home / বিনোদন / নভেম্বরে বিয়ে করছেন হৃত্বিক-সাবা?

নভেম্বরে বিয়ে করছেন হৃত্বিক-সাবা?

March 04, 2023 11:43:42 AM   বিনোদন প্রতিবেদক
নভেম্বরে বিয়ে করছেন হৃত্বিক-সাবা?

চলতি বছরের নভেম্বরে সাবা আজাদের সঙ্গে গাঁটছড়া বাঁধতে যাচ্ছেন হৃত্বিক রোশন, বেশ কিছুদিন ধরেই বলিউডে চলছে এমন গুঞ্জন। যদিও এ বিষয়ে প্রতিক্রিয়া জানাননি কেউই। তবে হৃত্বিকের বাবা রাকেশ রোশন অনেকটা রসিকতার ছলে জানালেন, ‘আমি তো এমন কিছু শুনিনি’।

হৃত্বিকের ঘনিষ্ঠমহল বলছে, প্রাক্তন স্ত্রী সুজানের উপস্থিতিতেই নাকি চার হাত এক হবে হৃত্বিক ও সাবার। এ খবর কতটা সত্যি? প্রশ্নটি এক সংবাদ মাধ্যমের পক্ষ থেকে করা হয়েছিল রাকেশ রোশনকে। উত্তরে তিনি বলেন, আমি তো এমন কিছু শুনিনি!

তবে দীর্ঘদিন ধরেই সাবা আজাদ আর হৃত্বিক রোশনের প্রেমের কথা শোনা যাচ্ছে। প্রথমদিকে কিছুটা লুকোচুরি থাকলেও এখন বিষয়টি ওপেন সিক্রেট। এমনকি সম্প্রতি ভাইরাল হওয়া এক টুইটে দাবি করা হয়েছে যে, দুজনেই নিজেদের সম্পর্ক পরবর্তী ধাপে নিয়ে যাওয়ার কথা ভাবছেন।

করণ জোহরের জন্মদিনের পার্টিতে এসেছিলেন হৃত্বিক আর সাবা। সেই প্রথম একসঙ্গে আসেন জনসম্মুখে। এরপর তো কখনও রোশন পরিবারের সঙ্গে, কখনও আবার হৃত্বিকের দুই ছেলেকে নিয়ে জ্বলজ্বল করেছেন সাবা।

বিয়ের পর কোয়ালিটি টাইম কাটাতে চান হৃত্বিক আর সাবা। সূত্রের খবর, হাতের সব কাজ শেষ করে বিয়ে করবেন দুজন। খুব সম্ভবত ফাইটারের কাজ শেষ হলেই বেঁধে ফেলবেন গাঁটছড়া। হৃত্বিকের বিয়ের খবরে বেশ খুশি টুইটারে থাকা তার অনুরাগীরা। সবাই-ই শুভেচ্ছা জানিয়েছেন হবু দম্পতিকে।

২০১৪ সালে সুজান খানের সঙ্গে বিবাহবিচ্ছেদ হয় হৃত্বিকের। তারপর বহুদিন সঙ্গীহীন ছিলেন। পরে কঙ্গনা রানাউতের সঙ্গে তার নাম জড়ায়। আর তাতে হয় বিস্তর বিতর্ক। অবশ্য সেসব এখন অতীত।