নিজস্ব প্রতিবেদক, ঢাকা:
বাংলাদেশের মানুষের মানবাধিকার ও ভোটাধিকার রক্ষায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক সংসদ সদস্য নাজিমুদ্দিন আলমকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে ‘বিশ্ব মানবাধিকার সংস্থা বাংলাদেশ’।
সংগঠনটির পক্ষ থেকে এক প্রতিনিধি দল বিএনপি নেতা নাজিমুদ্দিন আলমের সঙ্গে সাক্ষাৎ করে তাকে এই শুভেচ্ছা জানান। এ সময় নেতৃবৃন্দ দেশের গণতন্ত্র পুনরুদ্ধার ও মানবাধিকার প্রতিষ্ঠায় তার বলিষ্ঠ ভূমিকার ভূয়সী প্রশংসা করেন।
ফুলেল শুভেচ্ছা বিনিময়কালে উপস্থিত ছিলেন বিশ্ব মানবাধিকার সংস্থা বাংলাদেশের মহাসচিব গাজী মোশারফ হোসেন, মিডিয়া সেল প্রধান সামসুল হুদা, ঢাকা মহানগর উত্তরের সহ-সভাপতি মিজানুর রহমান মিন্টু, সেক্রেটারি আব্দুর রহিম মল্লিক প্রমুখ।