গফরগাঁও (ময়মনসিংহ) সংবাদদাতা:
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ করার লক্ষ্যে ময়মনসিংহের গফরগাঁও উপজেলায় বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেছেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. সাইফুর রহমান। গত সোমবার (১২ জানুয়ারি) দুপুরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মো. সাইফুর রহমান বলেন, “আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষভাবে আয়োজন করতে হবে। এবারের নির্বাচন হবে আগের যেকোনো নির্বাচনের তুলনায় ব্যতিক্রম। আমাদের বার্তা একটাই যেকোনো মূল্যে অবাধ ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করা।”
এর আগে জেলা প্রশাসক গফরগাঁও পৌরসভার প্রবেশ তোরণ ও সীমানা প্রাচীর নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। একই সঙ্গে তিনি উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) বাসভবন কমপ্লেক্স ‘নন্দনকানন’-এর শুভ উদ্বোধন করেন। এছাড়া তিনি উপজেলা ভূমি অফিসের পুরাতন ভবন (রাজকাচারী) পরিদর্শন এবং উপ-সহকারী ভূমি কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন।
সফরের একপর্যায়ে তিনি উপজেলার বিভিন্ন ইউনিয়নের দফাদার ও মহল্লাদারদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং আসন্ন নির্বাচনে তাদের দায়িত্ব ও কর্তব্য সম্পর্কে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন গফরগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এন. এম. আব্দুল্লাহ-আল-মামুন, সহকারী কমিশনার (ভূমি) আমির সালমান রনি, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জামাল উদ্দিন খান, উপজেলা কৃষি কর্মকর্তা শাকুরা নাম্নী, গফরগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এস এম আতিকুর রহমান এবং গফরগাঁও সেনা ক্যাম্পের দায়িত্বরত কর্মকর্তাসহ প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।