Date: January 15, 2026

দৈনিক বজ্রশক্তি

Header
collapse
...
Home / সারাদেশ / রংপুর / রংপুরে ওয়ালটন পণ্য কিনে পুরস্কার পেলেন ক্রেতারা, হস্তান্তর করলেন চিত্রনায়ক আমিন খান

রংপুরে ওয়ালটন পণ্য কিনে পুরস্কার পেলেন ক্রেতারা, হস্তান্তর করলেন চিত্রনায়ক আমিন খান

December 27, 2025 10:20:04 AM   উপজেলা প্রতিনিধি
রংপুরে ওয়ালটন পণ্য কিনে পুরস্কার পেলেন ক্রেতারা, হস্তান্তর করলেন চিত্রনায়ক আমিন খান

রংপুর সংবাদদাতা:
ইলেকট্রনিক্স পণ্য ক্রয়ে গ্রাহকদের বিশেষ সুবিধা দিতে দেশব্যাপী ওয়ালটনের ডিজিটাল ক্যাম্পেইন চলমান রয়েছে। ক্যাম্পেইনের ২৩তম সিজনে ওয়ালটন ফ্রিজ, এসি, টিভি, ওয়াশিং মেশিন কিংবা বিএলডিসি ফ্যান কিনে গ্রাহকরা পাচ্ছেন সর্বাধুনিক প্রযুক্তির সাইড বাই সাইড ফ্রিজসহ বিভিন্ন পণ্য ফ্রি ও নিশ্চিত উপহার। গত ২৫ নভেম্বর থেকে শুরু হওয়া এই ক্যাম্পেইনে প্রতিদিনই অসংখ্য ক্রেতার হাতে উপহার তুলে দিচ্ছে প্রতিষ্ঠানটি। এরই ধারাবাহিকতায় সম্প্রতি রংপুর জেলার বিভিন্ন ওয়ালটন প্লাজা থেকে ফ্রিজ ও টিভি কিনে ফ্রি পণ্য জেতা দুইজন বিজয়ীর হাতে পুরস্কার তুলে দেওয়া হয়েছে।

শনিবার দুপুরে নগরীর একটি অভিজাত রেস্টুরেন্টে আনুষ্ঠানিকভাবে বিজয়ীদের হাতে ফ্রিজ ও টিভি তুলে দেন ওয়ালটনের জনপ্রিয় চিত্রনায়ক ও সিনিয়র এক্সিকিউটিভ ডিরেক্টর আমিন খান। বিজয়ীরা হলেন নগরীর হারাগাছ এলাকার আব্দুল আজিজ ও মাসুদা খাতুন দম্পতি এবং নগরীর কামাল কাছনা এলাকার মো. সেলিম মিয়ার মেয়ে সৃষ্টি আক্তার। এ সময় উপস্থিত ছিলেন ওয়ালটনের চিফ ডিভিশনাল অফিসার জাহিদুল ইসলাম, ডিভিশনাল ক্রেডিট ম্যানেজার রাজিব ফেরদৌস, ধাপ প্লাজার সিনিয়র ম্যানেজার আব্দুল খালেক খন্দকার, প্লাজা ম্যানেজার মির্জা আবুল বাশার ও পুলক কুমারসহ স্থানীয় কর্মকর্তারা।

পুরস্কার পেয়ে আবেগাপ্লুত আব্দুল আজিজ জানান, প্রায় ১৫ দিন আগে হারাগাছ প্লাজা থেকে তিনি ৪১ হাজার ৬০০ টাকা মূল্যের একটি ফ্রিজ কিনেছিলেন। ‘নেক্সট লেভেল ডিল’ অফারের আওতায় সমমূল্যের আরেকটি ফ্রিজ জেতেন তিনি। সেই ফ্রিজটি মেয়েকে উপহার দেওয়ার পরিকল্পনার কথা জানান আজিজ। অপরদিকে কামাল কাছনা এলাকার তরুণী সৃষ্টি আক্তার পায়রা চত্বর এলাকা প্লাজা থেকে ৪৩ ইঞ্চির একটি স্মার্ট টেলিভিশন কিনে সমমূল্যের আরেকটি টিভি জিতে নেন। তিনি জানান, জেতা টেলিভিশনটি বড় ভাইকে উপহার দেওয়ার ইচ্ছা রয়েছে তার।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ওয়ালটনের সিনিয়র এক্সিকিউটিভ ডিরেক্টর চিত্রনায়ক আমিন খান বলেন, দেশীয় প্রতিষ্ঠান ওয়ালটন পণ্যের গুণগত মানে দেশসেরা। দেশের গণ্ডি পেরিয়ে বর্তমানে ওয়ালটন পণ্য রপ্তানি হচ্ছে বিশ্বের ৫০টিরও বেশি দেশে। একই সঙ্গে ডিজিটাল রেজিস্ট্রেশনের মাধ্যমে গ্রাহকরা কোটি কোটি টাকার পণ্য ও প্রাইজমানি জেতার সুযোগ পাচ্ছেন। উল্লেখ্য, ওয়ালটনের এই বিশেষ ডিজিটাল ক্যাম্পেইন চলবে আগামী ২৫ জানুয়ারি পর্যন্ত।