Date: January 22, 2025

দৈনিক বজ্রশক্তি

Header
collapse
...
Home / সারাদেশ / বরিশাল / ব্রাজিল সমর্থকদের আনন্দ র‌্যালিতে দুর্ঘটনা, আহত ৩

ব্রাজিল সমর্থকদের আনন্দ র‌্যালিতে দুর্ঘটনা, আহত ৩

November 18, 2022 12:17:12 AM   উপজেলা প্রতিনিধি
ব্রাজিল সমর্থকদের আনন্দ র‌্যালিতে দুর্ঘটনা, আহত ৩

কাতার ফুটবল বিশ্বকাপকে স্বাগত জানিয়ে পটুয়াখালীর কয়েক হাজার ব্রাজিল সমর্থকের উদ্যোগে আনন্দ র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। এ র‌্যালির একটি মোটরসাইকেল এসময় দুর্ঘটনার কবলে পড়েছে। এতে আহত হয়েছেন তিনজন।

বৃহস্পতিবার (১৭ নভেম্বর) বিকেলে পটুয়াখালী সিঙ্গারা পয়েন্ট থেকে র‌্যালিটি (শোভাযাত্রা) শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক ঘুরে সার্কিট হাউস চত্বরের ফোর লেন সড়কে গিয়ে শেষ হয়। বাদ্যযন্ত্র ও মোটরসাইকেলসহ কয়েক হাজার ব্রাজিল সমর্থক র‌্যালিতে অংশ নেন।  

র‌্যালিটি শেষ দিকে শেরেবাংলা স্কুল সড়কে এসে মোটরসাইকেল দুর্ঘটনায় আরিফুল ইসলাম, ইমরান ও আরিফ আলআমিন নামে তিন ব্রাজিল সমর্থক আহত হন। তাদের মধ্যে আরিফুল ইসলাম নামে একজনের অবস্থা গুরুতর।  

আরিফুল ইসলামকে উদ্ধার করে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকি দু’জন প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়িতে গেছেন।