Date: April 02, 2025

দৈনিক বজ্রশক্তি

Header
collapse
...
Home / সারাদেশ / বরিশাল / ভোলায় জাতীয় সাংবাদিক সংস্থার ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

ভোলায় জাতীয় সাংবাদিক সংস্থার ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

March 30, 2025 09:40:03 AM   জেলা প্রতিনিধি
ভোলায় জাতীয় সাংবাদিক সংস্থার ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

পবিত্র রমজান উপলক্ষে ভোলায় জাতীয় সাংবাদিক সংস্থার আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সন্ধ্যায় শহরের ভোলা হাসপাতাল রোডে অবস্থিত জিজিইউএস ল্যান্ডিং স্টেশন ও রেস্টুরেন্টে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

ইফতার মাহফিলে সভাপতিত্ব করেন ভোলা জেলা জাতীয় সাংবাদিক সংস্থার সভাপতি আব্দুস সহিদ তালুকদার। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জিজিইউএস-এর নির্বাহী পরিচালক জাকির হোসেন মহিন, ভোলা জেলা যুব দলের সাধারণ সম্পাদক আব্দুল কাদের সেলিম, জাতীয় সাংবাদিক সংস্থা কেন্দ্রীয় সহ-সভাপতি হাসান সরদার জুয়েল, সিনিয়র সাংবাদিক ও ইন্ডিপেন্ডেন্ট টিভির জেলা প্রতিনিধি এডভোকেট নজরুল হক অনু, দৈনিক অমৃতালোক পত্রিকার সম্পাদক আহাদ চৌধুরী তুহিন, দৈনিক কালবেলার জেলা প্রতিনিধি ওমর ফারুক, বাসস-এর ভোলা জেলা প্রতিনিধি আল আমিন শাহরিয়ার, চ্যানেল ২৪ এর জেলা প্রতিনিধি আদিল হোসেন তপু, ভোলা নিউজ এর সম্পাদক এডভোকেট মনিরুল ইসলাম, ৭১ টিভির জেলা প্রতিনিধি কামরুল ইসলাম, মোহনা টিভির জেলা প্রতিনিধি জসীম রানা, জাতীয় সাংবাদিক সংস্থা সহ-সভাপতি ইলিয়াছ চৌধুরী, সহ-সভাপতি আবুল বাসার কামরুল, সাধারণ সম্পাদক মানসুর আলম, সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান, এখন টিভির জেলা প্রতিনিধি ইমতিয়াজুর রহমান, দৈনিক আজকের দর্পনের জেলা প্রতিনিধি এমরান হোসেন, রাজধানী টিভির জেলা প্রতিনিধি জে আই সবুজ, শাহাবাজপুর জেনারেল হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক এরশাদুল ইসলাম আজাদ, আশিকুর রহমান শান্ত, রিয়াজ হোসেন শান্ত সহ বিভিন্ন টেলিভিশন, প্রিন্ট মিডিয়া ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিগণ।

অনুষ্ঠানে দোয়া-মোনাজাত পরিচালনা করেন হাফেজ মোঃ ইব্রাহীম।