Date: November 23, 2024

দৈনিক বজ্রশক্তি

Header
collapse
...
Home / সারাদেশ / চট্টগ্রাম / লক্ষ্মীপুর আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপিপন্থীদের জয়

লক্ষ্মীপুর আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপিপন্থীদের জয়

February 25, 2023 11:51:32 PM   উপজেলা প্রতিনিধি
লক্ষ্মীপুর আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপিপন্থীদের জয়

লক্ষ্মীপুর  প্রতিনিধি:
লক্ষ্মীপুরে আইনজীবী সমিতির নির্বাচনে সভাপতি পদে  আহাম্মদ ফেরদৌস মানিক এবং সম্পাদক পদে হাসান আল মাহমুদ নির্বাচিত হয়েছেন। এতে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম থেকে ১০ জন নির্বাচিত হয়েছেন। আর আওয়ামী ফোরাম থেকে সহ-সাধারণ সম্পাদক রেজাউল করিম রাজু ও জাহাঙ্গীর আলমসহ পাঁচ পদে জয়ী হয়েছেন।

গত ২৩ ফেব্রুয়ারী বৃহস্পতিবার লক্ষ্মীপুর জেলা আইনজীবী সমিতির ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। গভীর রাতে পূর্ণাঙ্গ ফলাফল ঘোষণা করা হয়। আইনজীবী সমিতির কার্যালয়ে ফলাফল ঘোষণা করেন নির্বাচন কমিশনার অ্যাডভোকেট একেএম হুমায়ুন কবির।

অ্যাডভোকেট একেএম হুমায়ুন কবির বলেন, ‘জেলা আইনজীবী সমিতির দুটি প্যানেল ও এক স্বতন্ত্র প্রার্থীসহ সভাপতি পদে তিনজন প্রতিদ্বন্দ্বিতা করেন। তাঁদের মধ্যে আহম্মদ ফেরদৌস মানিক বেশি ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হন। সম্পাদক পদে দুই প্যানেল থেকে দুজন প্রতিদ্বন্দ্বিতা করেন। এই পদে জাতীয়তাবাদী ফোরামের হাছান মাহমুদ সাধারণ সম্পাদক পদে জয়ী হন।’ আইনজীবী সমিতির ভোটার মোট সংখ্যা ৩৪৩ জন। এর মধ্যে ৩৩৫ জন ভোট দিয়েছেন বলে জানান তিনি।

নির্বাচনে অন্য নির্বাচিতরা হলেন সহ-সভাপতি মো. শামসুদ্দিন ও জহুর আহম্মদ চৌধুরী, সহসম্পাদক রেজাউল করিম রাজু ও জাহাঙ্গীর আলম, অডিটর কামরুল হাসান রনি, পাঠাগার বিষয়ক সম্পাদক মু. মাহির আসহাব, সংস্কৃতিবিষয়ক সম্পাদক ফারুক হোসেন। বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত সদস্যরা হলেন আকবর হোসেন, আনিসুল ইসলাম, আনোয়ার হোসেন ফিরোজ, দাউদ হোসেন, মাহমুদুর রহমান মিশন ভূঁইয়া ও সাইফ উদ্দিন খোকন।

আরও জানা গেছে, সভাপতি পদে প্রতিদ্বন্দ্বী তিনজনের মধ্যে একজন বিএনপি ও দুজন আওয়ামী লীগের সমর্থিত। এঁদের মধ্যে জাতীয়তাবাদী ফোরামের প্রার্থী আহম্মদ ফেরদৌস মানিক পেয়েছেন ১২৯ ভোট। আর আওয়ামী ফোরামের প্রার্থী জেলা জজ আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) জসিম উদ্দিন পেয়েছেন ১২৫ ভোট। আরেক সভাপতি প্রার্থী জি এস এম আবদুর নুর পেয়েছেন ৮০ ভোট। তিনি আওয়ামী লীগ সমর্থক।

অন্যদিকে সম্পাদক পদে জাতীয়তাবাদী ফোরামের হাসান আল মাহমুদের প্রাপ্ত ভোট ২০৭, প্রতিদ্বন্দ্বী প্রার্থী উপজেলা ভাইস চেয়ারম্যান ও আওয়ামী ফোরামের প্রার্থী রহমত উল্লাহ বিপ্লব পেয়েছেন ১২২ ভোট।