Date: January 05, 2025

দৈনিক বজ্রশক্তি

Header
collapse
...
Home / বিনোদন / অসুস্থ প্রভাস, শুটিং বাতিল

অসুস্থ প্রভাস, শুটিং বাতিল

February 10, 2023 09:37:40 PM   ডেস্ক রিপোর্ট
অসুস্থ প্রভাস, শুটিং বাতিল

বিনোদন ডেস্ক:
অভিনেত্রী কৃতি স্যাননের সঙ্গে প্রেম-বিয়ে নিয়ে দারুণ আলোচনায় রয়েছেন ‘বাহুবলি’খ্যাত অভিনেতা প্রভাস। এরই মধ্যে অসুস্থ হয়ে পড়েছেন তিনি। আর এজন্য তার সিনেমার সব শুটিং বাতিল করা হয়েছে।
ইন্ডিয়া টুডে এক প্রতিবেদনে জানিয়েছে, গত কয়েক দিন ধরে জ্বরে আক্রান্ত প্রভাস। এজন্য হাসপাতালে গিয়ে চিকিৎসকের সঙ্গে কথা বলেছেন তিনি। চিকিৎসক তাকে ওষুধ দেওয়ার পাশাপাশি পুরোপুরি বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছেন। যার জন্য সমস্ত শুটিং বাতিল করে বাড়িতে বিশ্রামে রয়েছেন তিনি।
বর্তমানে প্রভাসের হাতে বেশ কিছু সিনেমার কাজ রয়েছে। এ তালিকায় রয়েছে ‘আদিপুরুষ’, ‘সালার’, ‘প্রজেক্ট কে’, ‘রাজা ডিলাক্স’। এর মধ্যে ‘আদিপুরুষ’ সিনেমার শুটিং শেষ করেছেন। এখন পোস্ট প্রোডাকশনের কাজ চলছে।
‘আদিপুরুষ’ সিনেমায় প্রথমবার জুটি বেঁধে অভিনয় করছেন প্রভাস-কৃতি। ওম রাউত পরিচালিত এ সিনেমা রামায়ণ অবলম্বনে নির্মিত হচ্ছে। সিনেমাটিতে রাম চরিত্রে অভিনয় করছেন প্রভাস; তার বিপরীতে সীতা চরিত্রে দেখা যাবে কৃতি স্যাননকে। আগামী ১৬ জুন সিনেমাটি মুক্তির কথা রয়েছে।