Date: December 04, 2024

দৈনিক বজ্রশক্তি

Header
collapse
...
Home / প্রযুক্তি / ইলেকট্রিক স্কুটার, মোবাইলের চার্জারে চার্জ হয়

ইলেকট্রিক স্কুটার, মোবাইলের চার্জারে চার্জ হয়

August 12, 2023 09:17:52 AM   প্রযুক্তি ডেস্ক
ইলেকট্রিক স্কুটার, মোবাইলের চার্জারে চার্জ হয়

প্রযুক্তি ডেস্ক:

বর্তমান সময়ে অনেকেই কাছাকাছি গন্তব্যে যেতে ব্যাটারি চালিত স্কুটার বেছে নিচ্ছেন। তবে অধিকাংশ ইলেকট্রিক স্কুটার দাম বেশি হওয়ায় মধ্যবিত্ত আয়ের মানুষ এ স্বপ্নের লাগাম পান না। সম্প্রতি ভারতীয় একটি প্রতিষ্ঠান মধ্যবিত্তের সাধ্যের দামে ইলেকট্রিক স্কুটার বাজারে এনেছে। এর নাম Detel Easy Plus STD। স্কুটারটির দাম ৩৯,৯৯৯ টাকা (ভারতীয় রুপি)। স্কুটারটির বাড়তি আকর্ষণ—মুঠোফোনের চার্জার দিয়েও চার্জ দেওয়া যায়।

ইলেকট্রিক স্কুটারটির ফিচার

স্কুটারটিতে আছে ২০ এএইচ ব্যাটারি প্যাক যা সিটের নিচে ইনস্টল করা আছে।
সিঙ্গেল চার্জে ৬০ কিলোমিটার পর্যন্ত চলবে।
সর্বোচ্চ গতি ঘণ্টায় ২৫ কিলোমিটার।
দুই চাকাতে ড্রাম ব্রেক রয়েছে।