Date: January 08, 2025

দৈনিক বজ্রশক্তি

Header
collapse
...
Home / বিনোদন / দুই দেশে মুক্তি পাচ্ছে ফারুকীর ‘শনিবার বিকেল’

দুই দেশে মুক্তি পাচ্ছে ফারুকীর ‘শনিবার বিকেল’

February 21, 2023 04:16:55 PM   বিনোদন প্রতিবেদক
দুই দেশে মুক্তি পাচ্ছে ফারুকীর ‘শনিবার বিকেল’

জনপ্রিয় নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী নির্মিত ‘শনিবার বিকেল’ সিনেমাটি দেশের প্রেক্ষাগৃহে মুক্তির অনুমতি পায়নি। তবে দেশের বাইরে সিনেমাটি মুক্তি পাচ্ছে। জানা গেছে, যুক্তরাষ্ট্র ও কানাডার প্রেক্ষাগৃহে সিনেমাটি দেখানো হবে।

আসছে ১০ মার্চ রিলায়েন্স এন্টারটেইমেন্টের মাধ্যমে ‘শনিবার বিকেল’ সিনেমাটি মুক্তি পাবে। সিঙ্গাপুরভিত্তিক প্রতিষ্ঠান কন্টিনেন্টাল এন্টারটেইনমেন্ট পিটিই লিমিটেড (সিইপিএল) সিনেমাটির বিপনন ও পরিবেশনার দায়িত্বে রয়েছে।

উল্লেখ্য, ‘শনিবার বিকেল’ ২০১৬ সালে ঢাকায় হোলি আর্টিজানে নৃশংস জঙ্গি হামলার ঘটনা অবলম্বনে নির্মিত হয়েছে। এটি এরই মধ্যে বেশ কয়েকটি চলচ্চিত্র উৎসবে দেখানো হয়েছে। পাশাপাশি ‘শনিবার বিকেল’ সিনেমাটি আন্তর্জাতিক কয়েকটি উৎসবে পুরস্কারও লাভ করেছে।

‘শনিবার বিকেল’সিনেমায় অভিনয় করেছেন বাংলাদেশের তিশা, ইরেশ যাকের, মামুনুর রশীদ, ফিলিস্তিনের ইয়াদ হুরানি, ভারতের পরমব্রত চ্যাটার্জিসহ আরও অনেকে।

‘শনিবার বিকেল’ সিনেমাটি প্রযোজনা করেছে জাজ মাল্টিমিডিয়া ও ছবিয়াল এবং জার্মানির ট্যান্ডেম প্রোডাকশন নামের একটি প্রতিষ্ঠান।