2022-09-25নিজস্ব প্রতিনিধি
ডিজিটাল যুগেও অ্যানালগ সিস্টেমে পরে আছে বরগুনা জেলার আমতলী উপজেলার আঠারোগাছিয়া ইউনিয়নের পোস্ট অফিসটি। আশেপাশের সকল ইউনিয়ন পোস্ট অফিসগুলোর কার্যক্রম অনলাইনের অন্তর্ভূক্ত হলেও আঠারোগাছিয়া ইউনিয়নের পোস্ট অফিসটির কার্যক্রম এখনও মান্ধাতা আমললের সিস্টেমে চলছে।
View more