স্টাফ রিপোর্টার: সভ্য জাতি গঠনে সুস্থ সংস্কৃতির বিকল্প নেই, বিজয়ের মাসের অঙ্গীকার , অপসংস্কৃতি চলবে না আর এসব শ্লোগানে মাটি মিউজিক চাঁদপুর জেলা শাখার শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
এ উপলক্ষে বৃহস্পতিবার বিকেলে চাঁদপুর জেলা শিল্পকলা একাডেমীতে এক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। মাটি মিউজিক চাঁদপুর জেলা শাখার সভাপতি তোফায়েল হোসেন মোহনের সভাপতিত্বে, অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন, চাঁদপুর জেলা সনাকের সভাপতি বিশিষ্ট কবি ও সাহিত্যিক ডাঃ পিযুষ কান্তি বড়ুয়া। প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট লেখক, কলামিস্ট ও গীতিকার রিয়াদুল হাসান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা শিল্পকলা একাডেমীর সাবেক ও বাংলাদেশ স্কাউট চাঁদপুর জেলার সাধারণ সম্পাদক অজয় ভৌমিক।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা আওয়ামীলীগের তথ্য ও গবেষণা সম্পাদক ও চাঁদপুর জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট বিনয় ভূষণ মজুমদার। চাঁদপুর জেলা সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি তপন সরকার, বিশিষ্ট আইনজীবী ও সমাজ সেবক এডভোকেট সেলিম আকবর। চর্যাপদ একাডেমি চাঁদপুর জেলার মহাপরিচালক এডভোকেট রফিকুজ্জামান রনি,। মাটি মিউজিক এর উপদেষ্টা শফিকুল আলম পিন্টু সহ আরো অনেকে।
মাটি মিউজিকের সদস্য অনামিকা হক এর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তারা চলমান অপসংস্কৃতির সমালোচনা করে মাটি মিউজিকের অগ্রযাত্রার ভূয়সি প্রশংসা করেন। তারা বলেন মাটি মিউজিকে পথচলা মাত্র ৫ বছর হলেও তাদের কর্মকাণ্ডের গতিশীলতায় মনে হয় এটি ৫০ বছর বয়সের একটি পুরনো সংগঠন। আলোচনা সভা শেষে গান পরিবেশন করেন মাটি মিউজিকের সদস্য জনপ্রিয় সঙ্গীত শিল্পী শাহীন আলম, তাহমিনা আক্তার চাঁদ, তোফায়েল হোসেন মোহন, সঙ্গীত শিল্পী নন্দিতা দাস সহ আরো অনেকে । উদ্বোধনী অনুষ্ঠানে অতিথিদের বক্তব্য ও শিল্পীদের জনপ্রিয় গান পরিবেশনায় বাঁধভাঙ্গা উল্লাসে ফেটে পড়েন দর্শকরা।