Date: January 06, 2025

দৈনিক বজ্রশক্তি

Header
collapse
...
Home / বিনোদন / একসঙ্গে প্রথমবার দুই অ্যাকশন সুপারস্টার

একসঙ্গে প্রথমবার দুই অ্যাকশন সুপারস্টার

March 02, 2023 05:10:19 PM   বিনোদন প্রতিবেদক
একসঙ্গে প্রথমবার দুই অ্যাকশন সুপারস্টার

গত বছরেই ঘোষণা এসেছিল ছবিটির। তখনই জানা গিয়েছিল, প্রথমবারের মতো একসঙ্গে পর্দা মাতাবেন দুই সময়ের দুই অ্যাকশন সুপারস্টার চিত্রনায়ক মাসুম পারভেজ রুবেল ও অনন্ত জলিল। অবশেষে একসঙ্গে ক্যামেরাবন্দি হলেন তারা।

বুধবার (১ মার্চ) সকাল থেকেই ক্যামেরা ওপেন হয় ‘কিল হিম’ সিনেমার। এদিন শুটিং সেটে হাজির ছিলেন দুই অ্যাকশন হিরো। এর আগে চলতি বছরের শুরুতেই এই সিনেমার প্রথম লটের শুটিং সম্পন্ন হয়েছে বগুড়ায়।

প্রথম থেকেই নিজের পছন্দের অভিনেতার সঙ্গে পর্দা ভাগ নিয়ে উচ্ছ্বসিত অনন্ত জলিল। রুবেলকে বরাবরই নিজের আইকন হিসেবেই দেখেছেন এই নায়ক। পূর্বেও চিত্রনায়ক রুবেলকে নিয়ে নিজের অনুভূতি প্রকাশ করেছেন অনন্ত। নিজেকে রুবেলের একজন বড়সড় ভক্ত হিসেবেই দাবি করেন তিনি।

তার কথায়, ‘আমি রুবেল ভাইয়ের বড় ভক্ত, তাকে ফলো করি। বিশেষ করে অ্যাকশন মুভিতে। বলতে পারেন, আমার আইকন রুবেল ভাই। তার সঙ্গে পর্দা ভাগ করতে মুখিয়ে আছি। এর জন্য ব্যাপক প্রস্তুতি নিচ্ছি, মার্শাল আর্ট শিখছি। এমনি এমনিই তো রুবেল ভাইয়ের মতো তারকার মুখোমুখি হওয়া যাবে না!’

জানা গেছে, চলতি বছরেই মুক্তি পাবে মো. ইকবালের পরিচালনায় ‘কিল হিম’। এতে রুবেল ও অনন্ত জলিল ছাড়াও অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন চিত্রনায়িকা বর্ষা, মিশা সওদাগর, ভারতের রাহুল দেব, অ্যামি রায় প্রমুখ।  

প্রসঙ্গত, ‘কিল হিম’ সিনেমার মাধ্যমে প্রথমবারের মতো নিজের প্রোডাকশন হাউজের বাইরে গিয়ে অভিনয় করছেন অনন্ত জলিল। ছবিটি নির্মিত হচ্ছে ‘সুনান মুভিজ’-এর ব্যানারে।