মোস্তাকিম খান:
ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এমপি বলেছেন, টেলিফোন শিল্প সংস্থা টেশিস লসে আছে। টেশিসকে হাইটেক পার্ক করে আগামী ৩০ জুনের মধ্যে প্রফিটে (লাভ) আনতে হবে।
সোমবার (২২ জানুয়ারী) সকাল ১০ টায় গাজীপুরের টঙ্গীতে অবস্থিত টেলিফোন শিল্প সংস্থা (টেশিস) পরিদর্শনকালে এক মতবিনিময় সভায় প্রতিমন্ত্রী এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, ১৯৭৩ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টেলিফোন শিল্প সংস্থা প্রতিষ্ঠা করেন। বর্তমানে মাননীয় প্রধানমন্ত্রীর তথ্য ও প্রযুক্তি উপদেষ্টা সজিব ওয়াজেদ জয় ভিশন ২০৪১ বাস্তবায়নে স্মার্ট বাংলাদেশ গঠনে কাজ করছেন। জয় সাহেবের নির্দেশনায় বর্তমানে প্রযুক্তিখাতে ১.৯ বিলিয়ন ডলার আয় হয়েছে। এই খাতে ২০ লক্ষ তরুন তরুনী কাজ করছেন। এই খাত বর্তমানে দুই হাজার ৫শ'টি সরকারি সেবা দিচ্ছে। আমরা ১৩ কোটি মানুষকে ইন্টারনেটে যুক্ত করতে পেরেছি। ভিশন ২০৪১ বাস্তবায়নে চারটি মূল স্তম্ব রয়েছে। চারটি স্তম্ব হল, স্মার্ট নাগরিক তৈরী করা, স্মার্ট অর্থনীতি, স্মার্ট সমাজ ব্যবস্থা ও স্মার্ট সরকার।
মতবিনমিয় সভায় টেশিসের ব্যবস্থাপনা পরিচালক মো: আশরাফ হোসেন, কালিয়াকৈরে অবস্থিত বঙ্গবন্ধু হাইটেক পার্কের ব্যবস্থাপনা পরিচালক জাফর উল্লাহ, টেশিসের উপ- মহাব্যবস্থাপক ( অর্থ ও হিসাব) মো: ইসমাইল মিয়া, জেনারেল ম্যানেজার মাইনুল হাসান সহ টেশিসের উর্ধ্বতন কর্মকতাগন উপস্থিত ছিলেন। সভা শুরুর আগে প্রতিমন্ত্রী টেশিসের বিভিন্ন বিভাগ পরিদর্শন করেন।